X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভোটাররা আমাদের মনিব, আমরা সেবক: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:২৫

জামালপুরে নির্বাচনি জনসভায় মির্জা আজম দেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীক বিজয়ী করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। তিনি কর্মীদের ভোটারদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভোটারদের কাছে বার বার যেতে হবে। কারণ তারা আমাদের মনিব। আমরা তাদের সেবক। দেশের উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে প্রতিটি ভোটারের কাছে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। মনে রাখতে হবে নৌকা জিতলে বাংলাদেশ জিতবে। দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।’

বুধবার (১২ ডিসেম্বর) বিকালে দেওয়ানগঞ্জ এ কে এম সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকার বিজয়ের বিকল্প নেই। তাই জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদকে জেতাতে প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে যুদ্ধাপরাধী ও জঙ্গিদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে। বিএনপি-জামায়াতের যে কোনও ষড়যন্ত্র প্রতিহত করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইস্তিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, দেওয়ানগঞ্জ -বকশিগঞ্জ আসনের দলীয় প্রার্থী আবুল কালাম আজাদ এমপি ও আ ফ ম জাফর ইকাবাল জাফু প্রমুখ।



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত