X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

এতিমের অর্থ চুরি করে যারা জেলে যায় তাদের ভোট দেবেন না: শেখ হাসিনা

সাভার প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

শেখ হাসিনা (ফাইল ছবি) উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা এতিমের অর্থ চুরি করে জেলে যায় তাদের আপনারা ভোট দেবেন না।’ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দুর্নীতি করে, অর্থ চোরাচালান করে, যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, আইভি রহমানসহ ২২ নেতাকর্মীকে হত্যা করেছে, মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করে ধরা পড়ে– সেই সমস্ত দুর্নীতিবাজদের ভোট দেবেন না। খুনি, স্বাধীনতাবিরোধী, ষড়যন্ত্রকারী, মুক্তিযুদ্ধ বিরোধীদের যারা ক্ষমতায় বসিয়েছে, দেশের পতাকা তুলে দিয়েছে, তাদের কখনও ভোট দেবেন না। তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে দেশটাকে ধ্বংস করে দেবে।’

তিনি বলেন, ‘বিজয়ের মাসে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন। সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছি। এ বিজয়ের মাসে আমি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি।’

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যে উন্নয়ন, এই উন্নয়নে বিএনপি সন্তুষ্ট নয়, তারা শুধু নিজেদের ভাগ্য গড়তে জানে। আর আওয়ামী লীগ মানুষের ভাগ্য গড়ে। দুখী মানুষের মুখে হাসি ফোটানো, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার জন্য যেকোনও ত্যাগ স্বীকারের জন্য আমি প্রস্তুত। প্রয়োজনে নিজের রক্ত দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।

‘বিএনপি নেত্রী নাইকোতে দুর্নীতি, গ্যাটকোতে দুর্নীতিতে অভিযুক্ত। কানাডার পুলিশ, আমেরিকার এফবিআই তার ছেলের বিরুদ্ধে সাক্ষী দেবে। তারা খালেদা জিয়ার বিরুদ্ধেও সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দেশের ভাবমূর্তি তারা নষ্ট করেছে। বিএনপি ক্ষমতায় আসা মানে দেশ ধ্বংস হওয়া; দেশ আবার দরিদ্র হওয়া; জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক সৃষ্টি করা। মাদক একটা পরিবারকে ধ্বংস করে। জঙ্গিবাদ ও সন্ত্রাস পরিবার ও দেশকে ধ্বংস করে।’ বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার জন্য তিনি সকলের সাহায্য চান।

তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হবে। ২০৪১ সালে দক্ষিণ এশিয়ায় মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ।’

জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি উপস্থিত জনতার কাছে নৌকা মার্কায় ভোট চান।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত