X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জের মরুদ্বীপ-৭১ পার্কে হামলা, ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:২৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:২৯

শুক্রবার সকালে পার্কটির অভ্যন্তরভাগ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা লোহাজুরীতে অবস্থিত মরুদ্বীপ-৭১ স্বাধীনতা পার্কে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে চালানো হামলায় লন্ডভন্ড হয়ে গেছে ব্যক্তি উদ্যোগে স্থাপিত পার্কটি। কেটে ফেলা হয়েছে হাজার হাজার বিরল জাতের গাছ, সেতু, মুক্তিযুদ্ধের স্মৃতির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। হামলার সময়ে পালিয়ে জীবন রক্ষা করেন পার্কের উদ্যোক্তা নূরুজ্জামান ইকবাল।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে তুলতে ধরতে ২০১০ সালে ব্যক্তিগত প্রচেষ্টায় কিশোরগঞ্জ সদর থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে এ পার্কটি তৈরির উদ্যোগ নেওয়া হয়।  প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পার্কটিতে ঘুরতে এসে বিনোদনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসও সেখানে খুঁজে পান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সাত বীরশ্রেষ্ঠের মুরাল ও অস্ত্রধারী মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যসহ নানা স্থাপনা রয়েছে পার্কটিতে। হামলার সময়ে কেটে ফেলা হয়েছে শত শত গাছ

নূরুজ্জামান ইকবালের স্ত্রী অ্যাডভোকেট রাশিদা ইকবাল অভিযোগ করেন, লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হামলা ঘটেছে। ওই উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুজ্জামান ইকবাল। রাশিদা ইকবাল অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত অন্তত দুই শতাধিক লোক বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পার্কে প্রায় ঘন্টাব্যাপী তান্ডব চালায়।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নূরুজ্জামান ইকবাল এবারে কিশোরগঞ্জ-২ আসন থেকে দলের প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। তবে মনোনয়ন পাননি তিনি।  স্থানীয় রাজনৈতিক দ্বন্দ্ব এবং স্কুলের কমিটি নিয়ে বিরোধে পার্কে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন নূরুজ্জামান ইকবাল। নিরাপত্তা শঙ্কায় তিনি শুক্রবার সন্তানদের নিয়ে  ঢাকায় চলে যান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কটিয়াদী থানার ওসি মো. শামসুদ্দিন এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি ঘটনাটি শুনেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট