X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ৩ শিবির নেতা গ্রেফতার, পেট্রোলবোমা উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৯, ২০:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:০৬

মাদারীপুরে ৩ শিবির নেতা গ্রেফতার, পেট্রোলবোমা উদ্ধার নাশকতার অভিযোগে মাদারীপুরে জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ৫টি পেট্রোলবোমা, ৩টি রামদা, ৪টি ল্যাপটপ, চাঁদা আদায়ের রসিদ, সদস্য ফরম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয় বলেও জানানো হয়।

বুধবার রাতে শহরের সৈদারবালী এলাকা থেকে তাদের আটক করা হয়। মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন (২৫), জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন সরদার (২৪) ও রাজৈর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান খাসালী (২২)। এদের মধ্যে আটক জাকির কালকিনি উপজেলার ক্রোকিরচর গ্রামের আবুল হোসেনের ছেলে, মেজবা একই উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের ইমারত সরদারের ছেলে এবং আরমান রাজৈর উপজেলার দুর্গাবর্দী এলাকার মনির হোসেনের ছেলে। এরা সবাই মাদারীপুরের সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষার্থী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, শহরের সৈদারবালী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে, এমন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এ সময় ওই বাসা থেকে জেলা ছাত্রশিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা ছাত্রশিবিরের সভাপতিকে আটক করা হয়। তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৫টি পেট্রোলবোমা, ৩টি রামদা, ৪টি ল্যাপটপ, চাঁদা আদায়ের একাধিক রসিদ, সদস্য ফরম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। এছাড়া একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি