X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আল মাহমুদ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০০

কবি আল মাহমুদের মরদেহের কফিনে শ্রদ্ধা নিবেদন মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। রবিবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাজার আগে বেলা ১১টা থেকে সর্বসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনারের সামনে রাখা হয়। সেখানে কবির স্মৃতিচারণ করে কবিতা পাঠ করেন বিভিন্ন স্থান থেকে আসা কবি-সাহিত্যিকেরা।
জানাজার পর কবি আল মাহমুদের মরদেহের কফিনে কবি পরিবার, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, জেলা আইনজীবী সমিতি, দৈনিক সমতট বার্তা পরিবারসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর আগে শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টায় কবির মরদেহ ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মৌড়াইলের মোল্লা বাড়িতে এসে পৌঁছায়।
কবি আল মাহমুদের জানাজা জানাজায় ইমামতি করেন মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আশেক উল্লাহ ভূঁইয়া। জানাজার আগে কবি মহিবুর রহিমের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনারের বেদীতে বক্তব্য রাখেন কবির ছেলে মীর মোহাম্মদ মনির, ভাষা সৈনিক মোহাম্মদ মুসা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ ম রশিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ও কবি আল মাহমুদের মামা হাফিজুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কবি আল মাহমুদ ইন্তেকাল করেন। কবি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। কবি নিজ এলাকায় পিয়ারু মিয়া নামে পরিচিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মোসাদ্দেকের মতে চ্যাম্পিয়নশিপের দাবিদার আবাহনী
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’