X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

হিলি সীমান্তে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করবে দুই বাংলা

হিলি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫

হিলি সীমান্তে চলছে মঞ্চ তৈরির কাজ দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখার পাশে দুই বাংলার উদ্যোগে যৌথভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এতে দুই বাংলার কবি, সাহিত্যিক, শিল্পীরা অংশ নেবেন।

মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে মঞ্চ নির্মাণ, আপ্যায়নের কার্ড বিতরণ সহ নানারকম কাজ চলছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিককে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের আমন্ত্রণ কার্ড বিতরণ শুরু হয়।

অনুষ্ঠানের আয়োজক হাকিমপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘প্রতিবছরের মতো এবারও আগামী ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হিলি সীমান্তের শূন্য রেখায় দুই বাংলার মানুষ যৌথ উদযাপনের প্রস্তুতি খুব জোরে শোরে চলছে। বর্তমানে মঞ্চ নির্মাণসহ শেষ পর্যায়ের কাজ চলছে। আজ সকাল থেকে অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র বিতরণ শুরু হয়েছে। আগামীকালের মধ্যে কার্ড বিতরণসহ অনুষ্ঠানের সব কাজ শেষ করে ফেলা হবে।’ হিলি সীমান্তে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করবে দুই বাংলা

তিনি জানান, এবারে প্রথমে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হবে। এর পরে দুই বাংলার নেতারা যৌথভাবে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর দুই বাংলার শিল্পীদের যৌথ অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও নৃত্যানুষ্ঠান হবে। অন্যান্য বার এক পর্বে এসব অনুষ্ঠান হলেও এবারে দুই পর্বে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আমাদের দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক উপস্থিত থাকবেন। এছাড়াও পৌর মেয়রসহ রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে শিল্পী, কবি সাহিত্যিকসহ ২৫ জনের মতো ভারতীয় সদস্য আসরা কথা রয়েছে, যারা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়