জামালপুরের দেওয়ানগঞ্জে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম আব্দুল খালেক। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেকের পিতার নাম মৃত আব্দুল মজিদ। তিনি দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস ছিলেন।
পুলিশ জানায়, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনি প্রচারণা শেষে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে চা পান করছিলেন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দু’জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের ভাতিজা মুসলিম বাদী হয়ে ৩১ জনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ।
তিনি আরও জানান, এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।