X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাস্তায় মিললো সিল মারা ব্যালট!

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৮:২৩আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৮:৩১

রাস্তার পাশ থেকে সিল মারা ব্যালট উদ্ধারের অভিযোগ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর তালা মার্কায় সিলমোহরযুক্ত ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। উপজেলার সুবর্ণসাড়া এলাকায় বেলকুচি-এনায়েতপুর সড়কের পাশ থেকে ১০৯টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। কারা এসব ব্যালোট রাস্তা ফেলেছে তা জানা যায়নি।

স্থানীয়রা মঙ্গলবার রাতে এসব উদ্ধার করেছেন বলে জানান ভাইস চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ও তার ভাই আল মাহমুদ। মঙ্গলবার রাতে বেলকুচির রাজাপুরে নিজ বাসায় এক সংবাদ সন্মেলনে তারা গণমাধ্যকর্মীদের উদ্ধারকৃত ব্যালট পেপারগুলো দেখান। এ সময় আতাউর দাবি করেন, উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, পরাজিত প্রার্থী আতাউর মঙ্গলবার রাতে থানায় জিডি করেছেন। কিন্তু ব্যালট পেপারগুলোর উদ্ধারের সময় পুলিশ বা প্রশাসনকে আগে থেকে জানানো হয়নি।

সহকারী রির্টানিং অফিসার জায়েদা খাতুন ও উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান বলেন, ব্যালট পেপার উদ্ধার করার বিষয়টি সত্যিই রহস্যজনক। উদ্ধারের সময় পুলিশ বা তাদের জানানো হয়নি। প্রশাসনকে অবগত না করে ব্যালট পেপার প্রকাশ্যে প্রদর্শন আইনত দণ্ডনীয়।

এদিকে, চেয়ারম্যান পদে ২৫ ভোটের ব্যবধানে পরাজিত প্রার্থী মীর সেরাজুল ইসলাম ও তার ভাই ঢাকার বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের বিরুদ্ধে বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করেন। গত ১১ মার্চ বিকালে তারা জেলা শহরের সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ ধরনের অভিযোগ করেন।

প্রসঙ্গত, সদ্য সম্পন্ন হওয়া বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম সাজেদুল চেয়ারম্যান (দেয়াত-কলম), পুরুষ ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ (উড়োজাহাজ) ও নারী ভাইস চেয়ারম্যান (ফুটবল) বিজয়ী হন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
অটোরিকশাচালককে হত্যার পর বস্তায় ভরে খালে ফেলে দিয়েছিল তারা: পুলিশ
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
শ্যালিকার সঙ্গে ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’, স্ত্রী-কন্যার হাতে বৃদ্ধ খুন
হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ
হাওরের বোরো ধান কাটা প্রায় শেষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার