X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রাবিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

রাবি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ০০:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০০:৪৬

রাবিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

পুরনো বছরের না পাওয়া, হতাশার গ্লানি মুছে নতুন প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নিতে  উৎসবে মেতেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

রবিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই পহেলা বৈশাখ উদযাপনে ক্যাম্পাসে মানুষের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকে লোকারণ্য হয়ে উঠে গোটা ক্যাম্পাস। কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী নয়, নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে রাজশাহীর সবচেয়ে বৃহৎ এ আয়োজনে শামিল হতে। তবে এবার উৎসবে তরুণ-তরুনীদের পাশাপাশি বাবা-মায়ের সঙ্গে ছোট শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, রঙ বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে ক্যাম্পাস মাতিয়ে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা। চলছে বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকাদের খুঁনসুটি। ঢাক-ঢোলের বাজনায় মেতে উঠছে সবার মন।

বরাবরের মতো এবারও বর্ষবরণের মূল আকর্ষণ চারুকলা। ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’ প্রতিপাদ্যে চারুকলা অনুষদের সামনে থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এসময় আরও উপস্থিত ছিলেন– উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থী। তরুণ তরুণীরা নাচ-গান, অভিবাদন, হৈ-হুল্লোড় আর আনন্দ হাসিতে জমিয়ে রাখেন পুরো মঙ্গল শোভাযাত্রা।

চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায় থিম ছিল– ঘোড়া, হাতি ও ময়ূর। ঘোড়া বাংলাদেশের অর্থনীতির ধাবমান গতি, হাতি অর্থনীতির বিশাল আকার, ময়ূর বৈশাখী উৎসবের উচ্ছ্বাস ও আমেজ নির্দেশ করে। প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের বিচিত্র সাজে শোভাযাত্রা বর্ণিল রূপ লাভ করে।

প্রতিবছরের ন্যায় এবারও রাবি ক্যাম্পাসে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালে বিভিন্ন লোকজ সঙ্গীত, নৃত্য, নাটকসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

উৎসবের ছাপ পড়েছে গোটা ক্যাম্পাসে; সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজী ভবন, রবীন্দ্র ভবন, মমতাজ উদ্দীন কলাভবন, স্টেডিয়াম প্রাঙ্গন, বুদ্ধিজীবি স্মৃতিফলক চত্বর, পুরাতন ফোকলোর চত্বরসহ ক্যাম্পাসের প্রায় প্রতিটি জায়গাতেই ছোট-বড় মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভাগগুলো।

এদিকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনও দিনটি উদযাপনে করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘স্বজন’, স্বেচ্ছাসেবী নব জাগরণ ফাউন্ডেশন, কবিতা আবৃত্তির সংগঠন স্বননসহ অন্য সংগঠনগুলো অনুষ্ঠান পালন করছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি