X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৫:৪৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৫:৪৬

নুসরাত জাহান রাফির হত্যাকারীদের শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার মূল হোতা অধ্যক্ষ মাওলানা সিরাজ উদ দৌলাসহ সব ষড়যন্ত্রকারীর দৃষ্টান্তমূলক শাস্তির  দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে ‘সেক্টরস কমান্ডারস ফোরাম  মুক্তিযুদ্ধ-৭১’ এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বরগুনা মহিলা পরিষদ, সরকারি মহিলা কলেজ, বরগুনা সরকারি কলেজ, বরগুনা সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

‘সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’ এর  বরগুনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন— সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, জেলা মহিলা সমিতির সভানেত্রী মাহফুজা বেগম, জেলা মহিলা সংস্থার সভানেত্রী হোসনে আরা চম্পা, জেলা মহিলা পরিষদের সহ-সভানেত্রী খাদিজা বেগম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার, বুড়ির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী পারভীন ছবি, লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু, বরগুনা সরকারি কলেজের ছাত্রী নিশাত জাহান, সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ফৌজিয়া তাছরিন আনিকা, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দিল আফরোজা দোলা।

এসময় বক্তারা বলেন, আর কত নুসরাতকে এভাবে মানুষরূপী পিশাচদের আক্রোশের শিকার হতে হবে। নুসরাতকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সঙ্গে আগামী দিনে আর কোনও নুসরাত যেন এভাবে মানুষরূপি পশুদের আক্রোশের শিকার না হন, সেজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
নিষ্পত্তির অপেক্ষায় হেফাজতের ২০৩ মামলা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ