X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৫:৫২আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:০০

দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুরের ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নে মাধুপাড়া সীমান্ত ফাঁড়ির কাছে মনসাপাড়া এডভ্যানটিজ সেমিনারি অ্যান্ড স্কুলের অডিটোরিয়ামে আজ বুধবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এই সম্মেলন হয়।

এর আগে বিএসএফ এর ১৪ সদস্যের প্রতিনিধি দলটি বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ’র শিলং সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী আভতার সিং সাহী বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএসএফ ১৪১ ব্যাটালিয়নের কমান্ডার সত্যবান কাঞ্চি, ৫৮ ব্যালেলিয়নের কমান্ডার নীলেন্দ্র গাঙ্গুলী, ৫৮ ব্যাটেলিয়নের টুআইসি স্টাফদের অফিসার রবীন্দ্র মারদানি। দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

সম্মেলনে ১৯ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান। প্রতিনিধি দলে ছিলেন ৩১ বিজিবি’র অধিনায়ক কর্নেল মো. শাহজাহান সিরাজ, নেত্রকোনা ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, বিজিবি ময়মনসিংহের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) অমর খসরুসহ অন্যরা।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার রোধে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথভাবে খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইক্লিং, বিভিন্ন পর্যায়ের কোর্স/ক্যাডারের সম্মিলিত অংশগ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুটি বর্ডার হাট স্থাপনের পক্ষে উভয় পক্ষ একমত হন। সম্মেলন শেষে বিকালে বিএসএফ প্রতিনিধি দলটি ভারতে ফেরত যায়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক বিমান হামলা রাশিয়ার
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
জাল ভোট দিতে বাধা দেওয়ায় পোলিং কর্মকর্তাকে থাপ্পড়
কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
উপজেলা নির্বাচনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে, ভোটার যায়নি: হাফিজ
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?