X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বাড়ছে গরম, বাড়ছে ডায়রিয়া

খুলনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৭:১১আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৭:২৫

খুলনা

এপ্রিলের শুরুতেই তাপমাত্রা বেড়েছে। বাংলা নতুন বছরের আগের দিন (১৩ এপ্রিল) হতে তাপমাত্রা ২৫ থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত ওঠা-নামা করছে খুলনায়। মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হলেও তীব্র রোদ ও ভ্যাবসা গরম কমছে না। এই গরম সহ্য করতে পারছে না শিশু ও বয়স্করা। ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হচ্ছে তাদের।

খুলনা শিশু হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে ২১০ জন শিশু ডায়ারিয়ার চিকিৎসা নিয়েছে। পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ভর্তি হয়েছে ৮৫ শিশু। ১৪ এপ্রিল থেকে ডায়ারিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

খুলনা শিশু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পহেলা বৈশাখের পর থেকে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। বাইরের রোদে ঘোরাঘুরি ও খাওয়ার কারণে ডায়ারিয়া আক্রান্ত বেড়েছে। এছাড়া গরমের ঘাম শরীরের মধ্যে বসে গিয়ে শিশুরা শ্বাসকষ্টসহ নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।’  

ছয় মাসের বেশি বয়সী ডায়ারিয়া আক্রান্ত শিশুদের মায়ের বুকের দুধের পাশাপাশি ওরস্যালাইন, রাইস স্যালাইন, দেশীয় মাছ, কাঁচকলা ভর্তা, থানকুনি পাতার রস, ডাবের পানি খাওয়ানোর পরমার্শ দিয়েছেন চিকিৎসক।

প্রয়োজন ছাড়া গরমে শিশুদের বাইরে বের না করা এবং বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডা. ইমতিয়াজ।  

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, বর্তমানে তাপমাত্রা পারদের মতো ওঠা-নামা করছে। গত ১৩ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৫ ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত মোটামুটি একইরকমভাবে তাপমাত্রা ওঠানামা করছে বলেও জানান তিনি।  



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব কানাডার বিশ্ববিদ্যালয়গুলো
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
পবিত্র কোরআনে বৃষ্টির নানা রূপ বর্ণনা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে