X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পাবনার ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার

পাবনা ও সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ০৭:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ০৭:৫৩

জহুরুল ইসলাম পাবনার আমিনপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সিএনজি অটোরিকশা চালক জহুরুল ইসলামকে (২৬) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। বুধবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার শান্তিবাগ শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় সিরাজগঞ্জের র‌্যাব-১২ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২-এর অধিনায়ক আবদুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, ‘গত রবিবার (১৪ এপ্রিল) পাবনার বেড়া উপজেলার দীঘলকান্দি থেকে এক স্কুলছাত্রী কাশিনাথপুর যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠে। অটোরিকশা চালক জহুরুল ইসলাম এবং তার বন্ধু আল-আমিন ওই স্কুলছাত্রীকে কাশিনাথপুর না নামিয়ে পাবনার সাঁথিয়া থানাধীন একটি নির্জন বাবলা বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে আমিনপুর থানার একটি মামলা দায়ের করেন। মামলাটি পুলিশের পাশাপাশি র‌্যাবও তদন্ত করে। বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর শান্তিবাগের শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলার প্রধান আসামি জহুরুলকে গ্রেফতার করা হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘জহুরুল ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
সালাউদ্দিনের সমালোচনা আর ঢাকার গরম নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ২ মে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ