X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঝুঁকিপূর্ণ ভবনেই ক্লাস করছে শিশুরা

ফরিদপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১৪:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২৩:২৩

যেকোনও মুহূর্তে শিশুদের মাথার ওপর ভেঙে পড়তে পারে ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী গ্রামের হিয়াবলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি। তারপরও পুরনো ওই ভবনের একটি কক্ষে নিয়মিত পাঠদান চলছে। যেকোনও সময় এটি শিশু-শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়তে পারে। এ কারণে তাদের অভিভাবকরাও রয়েছেন ভীষণ উদ্বিগ্ন। কর্তৃপক্ষ বলছে, টেন্ডার না হওয়ায় ভবন নির্মাণকাজ আরম্ভ করা যাচ্ছে না।

বিদ্যালয়টির এক শিক্ষার্থীর বাবা মিরাজ মাতুব্বর বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমার মতো অনেক অভিভাবকই চরম দুশ্চিন্তায় থাকে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠরত শিক্ষার্থীদের ব্যাপারে। আমরা চাই দ্রুত নতুন ভবন নির্মাণ হোক।’

বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষক ইউনুস মিয়া বলেন, ‘আমি গত আট বছর ধরে ভবনটির এই অবস্থা দেখছি, যা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। এখানে ক্লাস নিতে গিয়ে খুব ভয়ে থাকি। কারণ, প্রায়ই ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে।’

বিদালয়টির প্রধান শিক্ষক বিভা হালদার এই প্রতিবেদককে বলেন, ‘পুরাতন ভবনের একটি কক্ষ মোটামুটি ভালো থাকায় গত সাত-আট বছর ধরে সেখানে দুই সিফটে প্রথম ও তৃতীয় শ্রেণির ক্লাস নিচ্ছি। কারণ বিক্ল্প কোনও স্থান নেই।’ ভবন পুনর্নির্মাণের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বহুবার কর্তৃপক্ষকে নতুন ভবনের ব্যাপারে জানিয়েছি। কিন্তু কোনও ফল হয়নি।’

নগরকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় থাকলেও এখনও টেন্ডার না হওয়ায় ভবন নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। আমি দ্রুত বিদ্যালয় পরিদর্শন করে বিকল্প স্থানে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করার চেষ্টা করবো।’

সূত্র মতে, এ বছর উপজেলার ২৯টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ১১টির নতুন ভবন নির্মাণের টেন্ডার হয়েছে এবং আরও ৯টির টেন্ডার এ মাসে সমাপ্ত হবে। কিন্তু কী কারণে এই বিদ্যালয়টির টেন্ডার হচ্ছে না সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!