রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে রিজিয়া বিবি (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোড়ে রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে একটি মেইল ট্রেন ছেড়ে যায়। নগরীর ডিঙ্গাডোবা মোড়ে রিজিয়া বিবি ট্রেনটিতে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিজিয়া ঘটনাস্থলের পাশেই মেয়ের বাসায় থাকতেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।