X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাইকে ঘোষণা দিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে হামলা-অগ্নিসংযোগের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১২:১৭আপডেট : ১৬ মে ২০১৯, ১২:২৫






স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে হামলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পঞ্চম ধাপের নির্বাচনি প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমানের সমর্থকদের গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে হরষপুর ইউনিয়নের একতারপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 






ঘটনা সম্পর্কে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিমা লুৎফুর রহমান জানান, ‘আগামী ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণার কাজ করে যাচ্ছি। গতকাল বুধবার রাতে আমার সমর্থক নেতাকর্মীরা হরষপুর বাজারে ইফতারের পর তারাবি নামাজ শেষে সিংগারবিল এলাকায় ফিরছিলেন। পথে একতারপুর এলাকায় গাড়িবহরটি আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী হামলা চালায়। এসময় সন্তাসীরা ৮টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

তিনি আরও জানান, ‘হামলার নেতৃত্ব দেন হরষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার ভূইয়ার ছেলে উপজেলা যুবলীগ নেতা দর্পন ভূইয়া। হামলার সময় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে বিভ্রান্ত করে হামলার পক্ষে উসকানি দেওয়া হয়। যদিও একতারপুর এলাকার গ্রামবাসী তাতে সায় দেয়নি।’
নাসিমা লুৎফুর রহমানের স্বামী লুৎফুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়ার নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেবো।’ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়িবহরে হামলা
এদিকে হামলার ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূইয়া বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমি আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে যাওয়ার পর গ্রামবাসী আমাকে জানান, নাসিমা লুৎফুর রহমানের সমর্থনে ১০/১৫টি মাইক্রোবাস হরষপুরে নির্বাচনি প্রচার কাজে গিয়েছিলেন। যাওয়ার পথে তাদের গাড়ি বহরে ধাক্কা লেগে এক গ্রামবাসী স্থানীয় একটি পুকুরে পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী ফেরার পথে তাদের ধাওয়া করে। পরে তারা পাল্টা ধাওয়া করার সময় নিজেদের গাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে গ্রামবাসীকে ফাঁসাতে চেয়েছেন। আর আমার নির্দেশে এ হামলা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের তো রাজনীতির জ্ঞান নেই। তাই বিরোধিতার কারণে বিরোধিতা করছেন।’ 
এদিকে ঘটনার খবর পেয়ে রাতে বিজয়নগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন দেওয়া গাড়িটিতে পানিঢেলে আগুন নেভাতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন কুমার আদিত্য জানান, ‘কে বা কারা এই হামলার ঘটনা ঘটিয়েছে এখনও আমরা নিশ্চিত নই। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
তীব্র গরমে নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতার মৃত্যু
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
দেশে আগ্রাসী শাসন চলছে: দিলারা চৌধুরী
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
বিপুল পরিমাণ নকল জুস জব্দ, কারখানার মালিকের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু