X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চাহিদা অনুযায়ী শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৫:০৩আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:১১

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবারের বাজেটে শিক্ষাখাতে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয় যা চেয়েছি সে অনুযায়ী বরাদ্দ পেয়েছি। এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে যা আগে কখনও হয়নি। শিক্ষা সম্পর্কিত মানবসম্পদ উন্নয়নে আমরা এ বরাদ্দ ব্যয় করবো।’

শিক্ষামন্ত্রী তার নির্বাচনি এলাকা চাঁদপুরে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থ পেলেই হয় না, তাকে কাজে লাগাতে হবে। শিক্ষাখাতে যে বাজেট দেওয়া হয়েছে তাতে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবো ইনশাল্লাহ। বিশ্বের প্রতিটি দেশই শিক্ষখাতকে গুরুত্ব দেয়। কোনও কোনও দেশ শিক্ষাখাতে সর্বোচ্চ ১৫ থেকে ২০ ভাগ বরাদ্দ দেয়। আমাদের দেশে ১৭ ভাগে তা রাখা হয়েছে।’

পাবলিক পরীক্ষাগুলোতে জিপিএ-৫ বাদ দিয়ে জিপিএ-৪ গ্রেড পর্যন্ত রাখা সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্ব এবং আমাদের দেশের উচ্চশিক্ষায় ৪ গ্রেডের মধ্যেই শিক্ষার মান সীমাবদ্ধ রাখা হয়। সেই ক্ষেত্রে আমাদের গ্রেড-৫ যেটি আছে সেটিকে কমিয়ে এনে সামঞ্জস্য করার লক্ষ্যেই আমরাও ৫ গ্রেডকে না রেখে ৪ গ্রেড করার চেষ্টা করছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নেইনি।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, এসডু পাটওয়ারী প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা