X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাদকমুক্ত সমাজ গড়তে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ সম্ভব: কাজী নাবিল এমপি

যশোর প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৩:৫৭আপডেট : ২৬ জুন ২০১৯, ১৪:২২

যশোরে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘সামাজিক সুরক্ষায় শিক্ষক, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশুদের মাঝে খেলাধুলার মানসিকতা গড়ে তুলতে পারলেই তারা মাদক থেকে দূরে থাকবে। আর মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারলেই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ সম্ভব হবে।’

আজ বুধবার (২৬ জুন) সকালে যশোর জেলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন। তার দক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থাসহ নারীর ক্ষমতায়নে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সামাজিক সুরক্ষায় বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে বর্তমান সরকার মাদকের অপব্যবহার ও পাচার রোধে সর্বোচ্চ অভিযান পরিচালনা করছে।’ যশোরে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত থাকায় ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবো। এই ধারা অব্যাহত রাখতে বিভেদ ভুলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ রেখে একযোগে কাজ করতে হবে।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. ক. সেলিম রেজা, সিভিল সার্জন ডা. দিলিপ কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড্রন কমান্ডার শাহিনুল ইসলাম, যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষাবিদ অধ্যাপক মসিউল আজম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনার অতিরিক্ত পরিচালক মো. আবুল হোসেন।

প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ