X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গার তীরে দুটি ৭ তলা ভবনসহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ২০:৫৯আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২১:০৩

ভেঙে ফেলা হচ্ছে সাততলা ভবন বুড়িগঙ্গা নদীর দুই পাড় দখলমুক্ত করতে চতুর্থ ধাপের অভিযানে দুটি সাততলা ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। চার দিন বিরতি দিয়ে মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কামরাঙ্গীচরের খোলামোড়া খেয়াঘাটে অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন। নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে উচ্ছেদে কোনও ছাড় দেওয়া হবে না বলে জানায় কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানের সময় বড় আকৃতির সাততলা ভবন দুটি ভাঙতে গিয়ে বিআইডব্লিউটিএ’র একটি এক্সেবেটর বিকল হয়ে পড়ে। এতেও থেমে থাকেনি উচ্ছেদ কার্যক্রম। অভিযান একটানা চলে বিকাল ৫টা পর্যন্ত। খোলামোড়া থেকে ফতুল্লার আলীগঞ্জ পর্যন্ত নদীর দুই তীরে এ উচ্ছেদ অভিযান চলবে আরও সাত কার্যদিবস।

এদিকে নদী রক্ষায় সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা আরমান মিয়া বলেন, ‘উচ্ছেদ করলেই হবে না, নদী দখলকারীদের শাস্তিরও ব্যবস্থা করতে হবে।’ কামরাঙ্গীর চরের আরেক বাসিন্দা জয়নাল হালদার বলেন, ‘মুখ চিনে যেন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা না হয়। প্রকৃত দখলদারের কাউকেই যেন ছাড় দেওয়া  না হয়।’ 

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান বলেন, ‘উচ্ছেদকৃত জায়গায় পুনরায় জরিপ শেষে নদীর সীমানা অংশে পড়া স্থাপনাগুলোও চিহ্নিত করে পর্যায়ক্রমে ভাঙার উদ্যোগ নেওয়া হবে। যারা প্রথম পর্যায়ে উচ্ছেদ চলাকালে সময় নিয়েও স্থাপনা অপসারণ করেনি আজ তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন বলেন, ‘যেকোনও মূল্যে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া হবে।’ পুনঃদখলকারীদের কোনও ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ৪০ কার্যদিবসের এ অভিযানে প্রায় সাড়ে চার হাজার অবৈধ স্থাপনাসহ একশ একর জমি উদ্ধার ও পাঁচ কোটি টাকার মালামাল নিলাম করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা