X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

সম্পূর্ণ প্লাবিত চিলমারী, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ১৮:৩১আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:৪৯

চিলমারী থানার ভেতরে পানি ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত হয়ে পড়েছে গোটা চিলমারী উপজেলা। উপজেলার সবকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম-চিলমারী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কপথও পানিতে ঢুবে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। থানার মধ্যেও পানি প্রবেশ করেছে। এছাড়া চিলমারী খাদ্য গুদাম ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাব-স্টেশনে পানি প্রবেশের উপক্রম হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্মাণ পরিচালনা রক্ষণাবেক্ষণ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আজিজুল হক।

চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম জানান, উপজেলা পরিষদের নিচতলায় পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের পাশাপাশি উপজেলা শহরের প্রায় প্রতিটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ৭০-৮০টি পরিবারের ঘরবাড়ি।

চিলমারী থানার সামনের সড়ক তিনি বলেন, ‘এবার বন্যা ’৮৮ সালের বন্যাকেও ছাড়িয়েছে। আমি নিজে ওই বন্যার প্রত্যক্ষদর্শী। তখন এতো মানুষও ছিল না। পানি এত বেশি প্লাবিত হয়নি, এতো ক্ষয়ক্ষতি ও হাহাকারও ওঠেনি। এবারের বন্যা সবকিছুকে ছাড়িয়ে গেছে।’

বন্যা দুর্গতদের সার্বিক দুরবস্থার বর্ণনা দিতে গিয়ে উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ‘মানুষের এখন শুকনো খাবার আর বিশুদ্ধ পানি প্রয়োজন। মানুষ রান্না করার জায়গা পাচ্ছে না। তাই শুকনো খাবার না পেলে কষ্ট আরও বাড়বে।’

এদিকে রেললাইনের উভয় পাশে বন্যার পানি প্রবেশ করায় এবং দুর্গত লোকজন রেললাইনের ওপর আশ্রয় নেওয়ায় কুড়িগ্রাম-চিলমারী রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মো. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘বন্যার পানিতে কুড়িগ্রাম-চিলমারী রেলপথের উলিপুর অংশের কয়েক জায়গা প্লাবিত হয়েছে। আরও কয়েক জায়গায় পানি রেলপথ ছুঁই ছুঁই করছে। এ অবস্থায় ওই রেলপথে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে। সেই বিবেচনায় কুড়িগ্রাম-চিলমারী রেলপথে ট্রেন আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে তিস্তা-কুড়িগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

রেললাইনে আশ্রয় নিচ্ছে মানুষ ও গবাদি পশু শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ‘ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদনদীর পানি কমতে শুরু করেছে। আশা করছি, বৃহস্পতিবার রাত থেকে একটা ভালো পরিবর্তন হবে।’

জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান জানান, ১৭ জুলাই পর্যন্ত কুড়িগ্রামের বন্যা দুর্গতদের জন্য ৫শ’ মেট্রিকটন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার এবং নয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ