গাইবান্ধার পলাশবাড়ীতে নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুন্নবী মিয়া (৬০) নামে এক ব্যক্তির (গাছি) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সাতআনা নওদা গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে নওদা গ্রামের একটি নারকেল গাছ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নুরুন্নবী মিয়া আন্দুয়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে। নুরুন্নবী মিয়া বিভিন্ন এলাকার নারকেল গাছ পরিস্কার করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে সাতআনা নওদা গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে নারকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন নুরুন্নবী। এসময় নারকেল গাছের পাশ দিয়ে টানা পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুরুন্নবীর। পরে খবর পেয়ে দুপুরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নারকেল গাছ থেকে লাশ নামায় নুরুন্নবীর।
কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, নুরুন্নবী একজন গাছি। নারকেল গাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন তিনি। নুরুন্নবীর মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।