X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা শনাক্ত

নেত্রকোনা প্রতিনিধি
২১ আগস্ট ২০১৯, ২৩:০৪আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২৩:০৭

ডেঙ্গু মশা নেত্রকোনায় পরিত্যক্ত গাড়ির টায়ারে এডিস মশার লার্ভা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরের হোসেনপুর নেত্রকোনা-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়িতে থাকা পরিত্যক্ত গাড়ির টায়ারে জমে থাকা পানির নমুনা সংগ্রহ করে এ লার্ভা শনাক্ত করা হয়। নেত্রকোনা সিভিল সার্জন অফিসের কীটতত্ত্ব বিভাগের টেকনিশিয়ান মঞ্জুরুল হক লার্ভা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় ওই বাড়ির মালিককে পরিত্যক্ত টায়ার রাখার অপরাধে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরওয়ার কামালের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে এ লার্ভা শনাক্ত করা হয়। তিনি জানান, সাধারণ মানুষকে সচেতন করতে পৌরসভার সহযোগিতায় শহরের বিভিন্ন অফিস-আদালত ও পাড়া-মহল্লায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিভিল সার্জন ডাক্তার তাজুল ইসলাম বলেন, ‘ঈদুল আজহার পর স্বাস্থ্য বিভাগ থেকে ৯ সদস্যের একটি টিমকে মাঠে কাজ করতে দেওয়া হয়েছে।  আমাদের পক্ষ থেকে জনসচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখা হয়েছে।’

নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা পৌরসভার পক্ষ থেকে শহরের পাড়া-মহল্লায় মাইকিং করে এ বিষয়ে সচেতন করছি। প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে মেডিসিন প্রয়োগ করছি যাতে এর প্রকোপ থেকে পৌরবাসী রক্ষা পায়।’ 

এদিকে, এডিস মশার লার্ভা পাওয়ায় শহর ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছাকাছি আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!