X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দেশে নির্বাচন বলতে কিছু নেই: ফখরুল

রংপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০

রংপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে নির্বাচন বলতে কিছু নেই। নির্বাচন ব্যবস্থাটাই ধ্বংস করে ফেলা হয়েছে।’ তিনি আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে রংপুর মহানগর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের বাড়িতে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হয়তো নির্বাচনে অংশ নেবো। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামী ৭ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রয়াত মোজাফফর হোসেন একজন বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ, সমাজসেবকসহ বহু গুণের অধিকারী ছিলেন। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রেখে বাসায় যাওয়ার পরই তিনি মারা যান। তিনি গণতন্ত্রের একজন সৈনিক ছিলেন। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে চলে গেলেন। তার বিদেহী আত্মার প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তাকে দল সব সময় স্মরণ করবে।’ রংপুর বিএনপির সদ্য প্রয়াত সভাপতি মোজাফফর হোসেনের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এর আগে বিএনপির মহাসচিব নগরীর শালবনে মোজাফফর হোসেনের বাস ভবনে আসেন এবং তার স্ত্রী-সন্তানসহ স্বজনদের সঙ্গে কথা বলেন। পরে তিনি মোজাফফর হোসেনের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুজ্জামান শামু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ