X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ৮ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সানজিদা আক্তার (৮) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী এ তথ্য জানান।

সানজিদা হাটাব দক্ষিণপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী বিল্লাল হোসেনের মেয়ে। সে স্থানীয় উদয়ন কিন্ডার গার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়তো।

এ ঘটনায় পুলিশ আয়নাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই  জানান, মঙ্গলবার দুপুরে সানজিদা বাবার কাছে জামা কিনে দেওয়ার জন্য বায়না ধরে। তাকে বাসায় রেখে জামা কিনতে বিল্লাল ও তার স্ত্রী বিলকিস ভুলতা গাউছিয়া মার্কেটে যান। সেখানে গিয়ে মোবাইল ফোনে তাদের সঙ্গে সানজিদার একবার কথা হয়। এরপর বিকালে তার বাবা ফোন করে আর তাকে পাননি। পরে সন্ধ্যার দিকে বাড়ি এসে দেখেন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ ও পেছনের দরজা খোলা। এ সময় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন সানজিদার লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।

বিল্লাল হোসেন বলেন, ‘আমার সঙ্গে আমার ভাই নুরুল হক, আয়নাল ও ভাবি সালেহা বেগমের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তারা আমার স্ত্রী ও আমাকে বিভিন্ন সময় মারধর করেছে। তারাই আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
সিরিয়ায় ইসরায়েলি হামলায় ৮ সেনা আহত
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিক্রিয়া নিয়ে প্রামাণ্যচিত্র
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
এক উপজেলায় ১৩ প্রার্থীর সবাই আ. লীগের
শিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
ফিরছে সুপার কাপশিরোপাজয়ী দল কি কোটি টাকা পাবে?
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ