X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রাজশাহী প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ২০:০৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:০৩

রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

ভারতের সঙ্গে ‘দেশবিরোধী’ চুক্তি বাতিল, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে রাজশাহীর মালোপাড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে এই কর্মসূচি পালিত হয়।

মহানগর বিএনপিসভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

এসময় সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘প্রধানমন্ত্রীর আস্থাভাজন ও নিজের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ মানুষের দল নয়, পশুর দলে পরিণত হয়েছে। তারা জন্মলগ্ন থেকে খুন, হত্যা, চাঁদাবাজি ও ধর্ষণের রাজত্ব কায়েম করলেও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর নিশ্চুপ থেকেছেন।’

রাজশাহীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গে বলেন, ‘বুয়েটের সব থেকে ভাল ও কঠিন বিষয়ে পড়ালেখা করতেন আবরার ফাহাদ। সেই মেধাবী শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় অমানবিকভাবে নির্যাতন ও পশুর মতো আচরণ করে হত্যা করেছে ছাত্রলীগের গুণ্ডারা। শেখ হাসিনা ও তার এমপি-মন্ত্রীরা যতোই আবরার হত্যাকারীদের বিচারের কথা বলুক, মানুষ তা বিশ্বাস করে না। এর আগেও বিশ্বজিতকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে খুন করলেও খুনিদের তারা মাফ করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। দেশের কোনও মানুষ এই সরকারের নিকট নিরাপদ নয়। প্রতিদিন বিরোধী-মতালম্বীদের হত্যা করছে এই সরকার। প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে একের পর এক দেশবিরোধী চুক্তি করে বাংলাদেশকে ভারতের একটি প্রদেশে পরিণত করেছে। শুধু তাই নয়, যুবলীগের সূর্য সন্তানরা ক্যাসিনো ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের অনেক বড় বড় নেতারাও এর ভাগ নিয়েছেন। অথচ খালেদা জিয়া কোনও অর্থ আত্মসাৎ না করলেও তাকে দেড় বছরে বেশি সময় ধরে অন্ধকার কারাগারে রাখা হয়েছে। তাকে জামিন দেওয়া হচ্ছে না।’

প্রধান বক্তা মিজানুর রহমান মিনু বলেন, ‘আবরারকে নৃশংসভাবে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। বর্তমান সরকার মানুষের জীবন নিয়ে খেলা করছে। বিএনপি ও অঙ্গসংগঠন এর প্রতিবাদ করলে সরকার বাধা প্রদান করছে।’

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
বিদেশফেরত যাত্রীকে নিয়ে ফেরার পথে ট্রাকচাপায় ৫ জন নিহত
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
মালবাহী ট্রেন লাইনচ্যুত, রাজবাড়ীতে রেল যোগাযোগ বন্ধ
ড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!