X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
ক্রিকেট খেলা ও পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধ

সোনারগাঁয়ে হামলায় আহত যুবকের মৃত্যু, ভাঙচুর-লুটপাট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১৮:১৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১৮:৩৭

দ্বীন ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ক্রিকেট খেলা ও পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক দ্বীন ইসলামের মৃত্যু হয়েছে। হামলার ঘটনার ১০ দিন পর রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার (১৪ অক্টোবর) সকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

নিহত দ্বীন ইসলাম নয়াগাঁও গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। নয়াগাঁও গ্রামে গত ৪ অক্টোবর প্রতিপক্ষের লোকজন দ্বীন ইসলামকে পিটিয়ে আহত করে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দ্বীন ইসলামের সঙ্গে একই এলাকার রাজ মিয়ার গত ৪ অক্টোবর নয়াগাঁও ঈদগাহ মাঠে ক্রিকেট খেলা ও পুকুরে মাছ ধরা নিয়ে তর্ক-বির্তক হয়। এসময় স্থানীয় বড় নয়াগাঁও গ্রামের এরশাদ উল্লাহ মিয়ার ছেলে আহসান উল্লাহ এসে রাজ মিয়ার পক্ষ নিয়ে দীন ইসলামকে মারধর করার চেষ্টা চালায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপস্থিত অন্যরা মিলে মীমাংসা করে দেন ও ক্রিকেট খেলায় অংশ নিতে বলেন। খেলা শেষে বাড়ি ফেরার পথে আহসানউল্লাহর নেতৃত্বে তিন-চার জনের একটি দল দ্বীন ইসলামের গতিরোধ করে তাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এক পর্যায়ে হামলাকারীরা দ্বীন ইসলামের মাথা ইট দিয়ে থেঁতলে দেয়। এসময় দ্বীন ইসলামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে ও তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। আট দিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসার পর রবিবার রাতে তার অবস্থার আবারও অবনতি দেখা দেয়। পরে তাকে রাতেই রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দ্বীন ইসলামের বড় ভাই ইলিয়াস মিয়া সোমবার সকালে বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের মৃত্যুর খবর শোনার পর হামলাকারীরা তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার সকালে হামলাকারীদের কয়েকটি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর থেকে পুরো নয়াগাঁও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো নয়াগাঁও এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী