X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সাভারে শিশুর লাশ উদ্ধার, সৎ মা আটক

সাভার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১০:৪১আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১০:৫০

সাভার সাভারে নিজ কক্ষের বিছানা থেকে বাদশা নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর সৎ মা ময়না বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাভারের পৌর এলাকার তালবাগ মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকার ঘোশার গ্রামের আনোয়ার শেখের ছেলে। আনোয়ার শেখ পেশায় মাছ ব্যবসায়ী। তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে তার প্রথম স্ত্রী গ্রামে থাকেন। আর দ্বিতীয় স্ত্রী ময়না বেগমকে নিয়ে সাভারে ভাড়া বাড়িতে বসবাস করেন আনোয়ার। ময়না একটি পোশাক কারখানায় কাজ করেন।

পুলিশ জানায়, প্রায় আট দিন আগে আনোয়ার তার প্রথম ঘরের ছোট ছেলে বাদশাকে সাভারে নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও শিশুটির বাবা মাছ বিক্রির জন্য বাইরে যান। তার সৎ মাও পোশাক কারখানায় নিজ কর্মস্থলে চলে যায়। পরে বিকালের দিকে আনোয়ার বাড়িতে ফিরে নিজ কক্ষের বিছানার ওপর ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সাভার মডেল থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও এ ঘটনায় সৎ মা জড়িত কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদের তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
মে দিবসে ছুটি পেয়ে খুশি হোটেল-রেস্তোরাঁকর্মীরা
মে দিবসে ছুটি পেয়ে খুশি হোটেল-রেস্তোরাঁকর্মীরা
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
অবিরাম অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি প্রতিক্রিয়াশীল চক্র: পরশ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার