X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘বুলবুল’ আসছে, সরে যেতে মাইকিং চট্টগ্রাম উপকূলে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ নভেম্বর ২০১৯, ১৪:৪১আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১৪:৫১

চট্টগ্রাম বন্দর ঘুর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসছে। এটি আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলে। এরইমধ্যে চট্টগ্রাম সমুদ্রবন্দরে চার নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি শুরু করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। উপকূলীয় আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সৈকত সংলগ্ন এলাকা থেকে মানুষ যাতে আগেই নিরাপদ অবস্থানে সরে যায়, সেজন্য মাইকিং করা হচ্ছে।    

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের স্টাফ অফিসার তানভীর ফরহাদ শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলার প্রাথমিক প্রস্তুতি হিসেবে উপকূলীয় উপজেলার নির্বাহী কর্মকর্তাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তত রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। সতর্ক সংকেত বাড়লে স্থানীয় বাসিন্দারা যাতে এসব আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে পারেন সেজন্যই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা দিয়েছেন।এছাড়া জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হবে। সেখানে ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় ঠিক করা হবে।’ চট্টগ্রাম বন্দর

অন্যদিকে ঘূর্ণিঝড় বুলবুলকে কেন্দ্র করে আবহাওয়া অফিস ৫ নম্বর বিপদ সংকেত ঘোষণা করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্থগিত রাখা হবে বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বন্দরের কার্যক্রমে এখনও কোনও প্রভাব পড়েনি। কাজ স্বাভাবিক রয়েছে। তবে ৫ নম্বর বিপদ সংকেত দেখানোর ঘোষণা আসলে তখন আমরা পণ্য খালাসের কাজ স্থগিত রাখবো।’

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। কন্ট্রোল রুম খোলার পাশাপাশি উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং শুরু করেছেন চসিক কর্মীরা।

এ সর্ম্পকে জানতে চাইলে করপোরেশনের প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আমরা মাইকিং শুরু করেছি। মেয়রের নির্দেশে নগরীর দামপাড়ায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলে যাতে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করা যায় সেজন্য চসিকের স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।’

আরও পড়ুন-

‘বুলবুলের’ কারণে রাসমেলা নিয়ে অনিশ্চয়তা

ধেয়ে আসছে ‘বুলবুল’, বন্দরে চার নম্বর সংকেত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?