X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বুলবুলের আঘাতে কৃষিখাতে ২৬৩ কোটি টাকার ক্ষতি: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ১৪:১৮আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৫:০৬

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত কলা বাগান (ছবি: গোপালগঞ্জ প্রতিনিধি) ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে দেশের কৃষিখাতে ২৬৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ১৬ জেলার ১০৩টি উপজেলায় এই ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রোপা আমন, শীতকালিন সবজি, সরিষা, খেসারি ও মসুরের ডাল, পানের বরজ রয়েছে।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বুলবুলের আঘাতে কৃষিখাতে ২৬৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে যেরকম আশঙ্কা করেছিলাম তত ক্ষতি হয় নাই। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এখন পর্যন্ত যতটুকু পেয়েছি তা একেবারেই আমাদের তাৎক্ষণিক হিসাব। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে আরও সাত-আট দিন সময় লাগতে পারে।’ ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পানের বরজ (ছবি: খুলনা প্রতিনিধি)

কৃষিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর। ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত এসব জেলার ঝড় আঘাত হানে।

এসব জেলায় দুই লাখ ৭৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমনের ক্ষতি হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৫৭৪ হেক্টর জমির। শীতকালিন ফসলের ক্ষতি হয়েছে ১৬ হাজার ৮৮৪ হেক্টর জমির, সরিষার ক্ষতি হয়েছে এক হাজার ৪৭৬ হেক্টর জমির, খেসারি ৩১ হাজার ৮৮ হেক্টর, মসুর ১৯৫ হেক্টর জমির, পানের বরজ দুই হাজার ৬৬৩ হেক্টর। অন্যান্য কৃষিপণ্যের তিন হাজার ১২৬ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত (ছবি: পটুয়াখালী প্রতিনিধি)

উল্লেখ্য, সরকারি হিসাবে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনা, মাদারীপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, পটুয়াখালী ও শরীয়তপুরে ১১ জন নিহত হয়েছেন। এরা সবাই গাছচাপায় মারা গেছেন। আর আহত হয়েছেন অন্তত ৪৮ জন। বুলবুল চলে যাওয়ার পর সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আকতার এ তথ্য জানান।

আরও পড়ুন- 

বুলবুলের তাণ্ডবে নিহত ১১ জন

বুলবুলে ১৬ জেলার ৩ লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি

বুলবুলের আঘাতে উপকূলীয় ১৪ জেলায় কাঁচা-পাকা ঘরবাড়ি ও স্কুল ক্ষতিগ্রস্ত

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ