X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

৮ হাজার আসামিকে খুঁজছে ফতুল্লা থানা পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ১৯:৩২আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৯:৪২

ফতুল্লা মডেল থানায় আলোচনা সভা প্রায় আট হাজার পলাতক আসামিকে খুঁজছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ। জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের হাতে গ্রেফতারি পরোয়ানাপ্রাপ্ত আসামিদের নামের তালিকা তুলে দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতাও চেয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানার সভা কক্ষে এক আলোচনা সভায় পরোয়ানাপ্রাপ্ত আসামিদের নামের তালিকা তুলে ধরা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ওসি তদন্ত হাসানুজ্জান, কমিউনিটি পুলিশ ফতু্ল্লা থানা কমিটির সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও ব্যবসায়ী তৈয়বুর রহমান প্রমুখ।

অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ‘ফতুল্লা থানায় ৮০ থেকে ১০০ জন পুলিশ সদস্য কাজ করেন। তারা সবাই ছয় মাস, এক বছর বা দুই বছর কাজ করে চলে যাচ্ছেন। তাই এই পুলিশ সদস্যদের পক্ষে অপরাধী যাচাই করা সব সময় সম্ভব হয় না। আপনারা এলাকার মানুষ, আপনারা চেনেন এরা কারা? তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ গোপন তালিকা আপনাদের হাতে তুলে দিয়েছি। আপনারা এগুলো প্রচার করুন। আসামিদের চিহ্নিত করে আমাদের জানান।’

জানা গেছে, জিআর (থানায় করা মামলা বা জেনারেল রেজিস্ট্রার্ড কেস), সিআর (আদালতে করা মামলা বা কমপ্লেইন রেজিস্ট্রার্ড কেস) ও সাজাপ্রাপ্ত এই তিন ভাগে কুতুবপুর ইউনিয়নে রয়েছে প্রায় ২২‘শ আসামির নাম, ফতুল্লায় ২২‘শরও বেশি, এনায়েতনগরে ১৬‘শ ৪০, কাশিপুরে ১৪‘শ ৭৫, বক্তাবলীতে ৬‘শসহ বর্তমানে ফতুল্লা থানায় আট হাজার ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এর আগে, গত জুলাই মাসে ২৯ জুলাই ফতুল্লা থানা পুলিশ ইউনিয়ন পরিষদগুলোতে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের নামের তালিকা সাঁটায়। গত এক মাসে প্রায় তিন হাজারের মতো গ্রেফতারি পরোয়ানা কমিয়ে আনা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সন্ত্রাস ও অর্থের প্রভাবের রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না: আখতার হোসেন
জুলাই পদযাত্রাসন্ত্রাস ও অর্থের প্রভাবের রাজনীতিকে প্রশ্রয় দিতে চাই না: আখতার হোসেন
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
রাজধানীতে তাজিয়া মিছিল, কারবালার শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয়
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
‘প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি’
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৪৫৪
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই