X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী বহিষ্কার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ২০:০৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২০:১৬

 শঙ্খৃলা ভঙ্গের দায়ে বহিষ্কার আদেশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে ছয় জনকে গত ২১ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ত থাকার কারণে এবং সাত জনকে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষায় প্রতারণার চেষ্টার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদ দু’টি আলাদা অফিস আদেশে এ বহিষ্কার আদেশ দেন।
সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় সম্পৃক্ত থাকায় বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো, ম্যানেজমেন্ট বিভাগের রাফিজুল ইসলাম, নুরুদ্দীন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব, মাজহারুল ইসলাম মিশন, রাহাত আল আহসান ও ইসমাইল শেখ। ইসমাইল শেখকে দুই সেমিস্টারের জন্য এবং অপর পাঁচ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ৫ নভেম্বর এই ছয় শিক্ষার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নুরুদ্দীন আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে ২০ অক্টোবর গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে।
 ভর্তি পরীক্ষায় প্রতারণার চেষ্টার অভিযোগে বহিষ্কার আদেশ এদিকে ভর্তি পরীক্ষায় প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত সাত শিক্ষার্থীরা হলো, এ আই এস বিভাগের এমবিএ শিক্ষার্থী বাবু শিকদার বাবু, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (৩য় বর্ষে) শিক্ষার্থী মো. নয়ন খান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (৩য় বর্ষে) নিয়ামুল ইসলান, আইন বিভাগের (৩য় বর্ষ) অমিত গাইন, আইন বিভাগের (২য় বর্ষ) মানিক মজুমদার, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের (২য় বর্ষ) রনি খান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের (৩য় বর্ষ) মনিমুল হক। তাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ইঞ্জিনিয়ারিং অনুষদের (এ ইউনিট) ভর্তি পরীক্ষার আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষার্থীকে আটক করে। পরবর্তীতে ঘটনার সত্যতা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে এই সাত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়।

 

 

/ওআর/
সম্পর্কিত
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলবে
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ