X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘গরু লুট করার জন্যই খামারিকে হত্যা’

রাজশাহী প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ২০:০৯আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২০:২১

‘গরু লুট করার জন্যই খামারিকে হত্যা’

রাজশাহী নগরীর দাশপুকুরে এক খামারিকে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আট আসামিকে। এছাড়া লুট হয়ে যাওয়া চারটি গরু ও বাছুর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়ায় থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মহানগর পুলিশের উপ-কমিশনার সাজিদ হোসেন।

তিনি জানান, চারদিন আগে তিনজনের পরিকল্পনায় হত্যা করা হয় খামারি আব্দুল মজিদকে। হত্যার আগে প্রথমে তাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়েছিল। এরপর গলায় মাফলার পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে খুনিরা। চারটি গরু লুট করার জন্যই তারা এই হত্যাকাণ্ড ঘটায়।

সংবাদ সম্মেলনে সাজিদ হোসেন আরও জানান, গত ৪ ডিসেম্বর রাতে দাশপুকুর এলাকা থেকে মজিদকে খুন করে তার চারটি গরু লুট করে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা অনুসন্ধানের সময় মূল পরিকল্পনাকারীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় প্রথমে গ্রেফতার ব্যক্তিরা হলেন- নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার হামিদুর রহমান বাবু (৩৫), হড়গ্রাম নতুনপাড়ার রবিউল ইসলাম (৩৮), চন্দ্রিমা থানার উজিরপুর এলাকার আব্দুস সামাদ (৫০),  আবুল কাশেম (৪১) ও মকবুল আলীর স্ত্রী মোসা. আশুরা (৪৮)। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করে পুলিশ।

আরও গ্রেফতারের ব্যাপারে সাজিদ হোসেন বলেন, ‘সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের পর এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যা মিশনে সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেফতার করা হয়। এরা হলো- দাশপুকুর এলাকার আরিফুল ইসলাম (২৮), বহরমপুর আলীগঞ্জ এলাকার  মিলন আলী (৩০) ও বহরমপুর এলাকার  জিন্দার (৪৮)। এদের রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে।’

হত্যার ব্যাপারে উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন জানান, আব্দুল মজিদকে প্রথমে নেশা জাতীয় দ্রব্য সেবন করানো হয়। এরপর আসামি মিলন ও জিন্দার মিলে হাত দিয়ে গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এতে তারা ব্যর্থ হয়। পরে আসামি আরিফুল ইসলাম মাফলার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে। এরপর তারা দুটি গাভী ও দুটি বাছুর একটি ভটভটিতে তুলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, নগরীর উজিরপুর এলাকা থেকে লুট হওয়া চারটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে ভটভটিও জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর রাতের দাশপুকুর বাইপাস সড়কের পাশে খামারি আব্দুল মজিদ হত্যাকাণ্ডের শিকার হন। তার খামার থেকে লুট করে নিয়ে যাওয়া হয় চারটি গরু। এই ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুস সালাম বাদী হয়ে রাজপাড়ায় থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড