X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রংপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ১৭:১৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৭:১৮

অবরোধ করে সাংবাদিকদের বিক্ষোভ রংপুর প্রধান ডাকঘরে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। তিন ঘণ্টা অবরোধ চলার পর কর্তৃপক্ষ অভিযুক্ত চারজনকে সাময়িক বরখাস্ত করে। এরপর অবরোধ তুলে নেন সাংবাদিকরা।

পুলিশ ও সাংবাদিকরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে একুশে টেলিভিশন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও ক্যামেরাম্যান আলী হায়দার রনি পেশাগত দায়িত্ব পালনে তথ্য নিতে মঙ্গলবার সকালে নগরীর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারের কাছে যান। এ সময় ডাকঘরের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বাধা দেন। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে সাংবাদিক বাদলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাটি  জানাজানি হলে সাংবাদিকরা পোস্টমাস্টার আলা মিয়ার কাছে বিষয়টি জানতে চান।  এ  সময় পোস্টমাস্টারের নির্দেশে ড্রাইভার ফরহাদ হোসেন, কর্মচারী সাহেব আলী সহকারী পোস্টমাস্টার শাহানাজ বেগম, পোস্টাল অপারেটর আফরোজা পলিসহ কয়েকজন কর্মচারী সাংবাদিকদের ওপর হামলা করে। এতে বাংলা টিভির প্রতিনিধি বাধন, দৈনিক করতোয়ার প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি, মাছরাঙ্গা টিভির ক্যামেরাম্যান ফরহাদ হোসেন, এশিয়া টিভির সুমন, ক্যামেরাম্যান হিমেল আহত হন।

রংপুর প্রধান ডাকঘরের সামনে সাংবাদিকদের অবস্থান এ ঘটনার প্রতিবাদে রংপুরে কর্মরত সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক নগরীর কাছারি বাজারের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পোস্ট অফিসের ডিপিএমজি প্রদীপ কুমারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তারা ঘটনার সঙ্গে জড়িত সহকারী পোস্টমাস্টার শাহনাজ বেগম, পোস্ট অপারেটর শহিদা আফরোজসহ চার কর্মচারীকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পোস্টমাস্টারসহ সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন– রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোটার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সাধারণ সম্পাদক বায়েজিদ আহাম্মেদ, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন, সাধারণ সম্পাদক জনি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন লুসিড, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
রবিবার দুবাই থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে এমভি আবদুল্লাহ
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু