X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘ভল্ট থেকে সাড়ে ৩ কোটি টাকা চুরি করে জুয়া খেলেছি’

রাজশাহী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২০, ০০:৪৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ০১:০০

চুরি অনলাইনে জুয়া খেলার জন্যই প্রিমিয়ার ব্যাংকের ভোল্ট থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা চুরি করেছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই ব্যাংকের রাজশাহী শাখার ক্যাশ ইনচার্জ শামসুল ইসলাম ফয়সাল। জবানবন্দিতে তিনি বলেন, ‘এই টাকা জুয়া খেলে হেরেছি।’ বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বুধবার (২৯ জানুয়ারি)  বিকাল পৌনে ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী ১৬৪ ধারায় ফায়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দির পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার তিন দিনের রিমান্ড শেষে ফয়সালকে দুপুর ১২টার দিকে মহানগর মুখ্য হাকিম আদালত ২-এ হাজির করে বোয়ালিয়া থানা পুলিশ।

এদিকে, টাকা আত্মসাতের ঘটনা তদন্তে এরই মধ্যে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলমের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি তদন্ত টিম রাজশাহীতে এসে পৌঁছেছে। তারা তদন্ত কাজ শুরু করেছেন। তদন্ত কমিটির প্রধান উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান, এই টাকা আত্মসাতের ঘটনায় ফয়সাল একাই নয়, ব্যাংকের আরও কর্মকর্তা-কর্মচারী জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভোল্টে টাকা সংরক্ষণ প্রক্রিয়ায় অন্তত দুজন কর্মকর্তার সই থাকে। এক্ষেত্রে কী হয়েছে তাও দেখা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, ফয়সাল ব্যাংকের টাকা দিয়ে নিজের নামে সুবর্ণভূমি আবাসিক এলাকায় প্লট এবং বাকি টাকা দুই বন্ধুকে ধার দিয়েছেন বলে প্রথমে জানিয়েছিলেন। কিন্তু পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন প্রায় দুই বছর আগে বিট-৩৬৫ অ্যাপসের মাধ্যমে আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্যাংকের ভোল্ট থেকে টাকা নিয়ে তিনি জুয়া খেলে হেরেছেন।

ফয়সাল পুলিশকে জানিয়েছেন, জুয়া খেলতে ব্যাংকের ভল্ট থেকে টাকা চুরি করেছিলেন। ব্যাংকের রাজশাহী শাখার ভোল্টে সব সময় প্রায় ১৫ কোটি টাকা থাকতো। টাকা রাখার ভল্টের সামনের লাইন ঠিক রেখে পেছনের লাইন থেকে তিনি টাকাগুলো সরাতেন। এতে করে ব্যাংকের কোনও কর্মকর্তার সন্দেহ হতো না। ক্যাশ ইনচার্জ হিসেবে তিনিই দৈনিক টাকার হিসাব রাখতেন। খাতা-কলমে টাকার কোনও গরমিল ছিল না।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গত ২৪ জানুয়ারি ভোল্টের সব টাকা গণনার পর তিন কোটি ৪৫ লাখ টাকা কম পাওয়া যায়। এ সময় তিনি টাকা সরানোর কথা ফয়সাল স্বীকার করেন। প্রথমে তিনি বলেন, টাকাগুলো তার দুই বন্ধুকে এবং তার ব্যবসার একটি প্রকল্পের কিস্তি দিয়েছেন। টাকাগুলো ফেরত দেওয়ার জন্য সময় চান তিনি। তবে তার কথায় সন্দেহ হলে রাত ১২টার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেন ব্যাংকের কর্মকর্তারা। পরে প্রিমিয়ার ব্যাংকের জোনাল ম্যানেজার সেলিম রেজা খান বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় টাকা চুরির অভিযোগ এনে মামলা করেন।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলের জুয়েল কেন ‘উধাও’
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
আ.লীগের হীরকজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পাবে বিএনপি: ওবায়দুল কাদের
খুলনায় বজ্রসহ বৃষ্টি
খুলনায় বজ্রসহ বৃষ্টি
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো