X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সন্তানদের সামনে নদীতে লাফিয়ে পড়া সেই নারীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৩

সন্তানদের সামনে নদীতে লাফিয়ে পড়া সেই নারীর লাশ উদ্ধার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্তানদের দাঁড় করিয়ে রেখে সেতুর ওপর থেকে নদীতে লাফিয়ে পড়া সেই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার চার দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর গওহরডাঙ্গা এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি শেখ লুৎফর রহমান সেতু থেকে মধুমতি নদীতে লাফ দেন আফরোজা খানম (২৩)। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। তিনি ওমান প্রবাসী আলিউজ্জমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ব্যাটারিচালিত ইজিবাইকে করে বোরকা পরা এক নারী ও তার দুই সন্তান সেতুর মাঝখানে আসেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্তানদের কাছে নিজের মোবাইল ও ব্যাগ রেখে নদীতে লাফ দেন ওই নারী। তখন তার সন্তানদের চিৎকারে লোকজন জড়ো হলে এক ব্যক্তি টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়েও সেই নারীকে খুঁজে পায়নি।

টুঙ্গিপাড়া থানার ওসি এ এফ এম নাসিম জানান, ‘শুক্রবার দুপুরে চর গওহরডাঙ্গা এলাকায় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্বজনরা বলছেন, পারিবারিক কলহের জেরে আফরোজা ব্রিজ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।’

আফরোজার ভাই মোহাম্মদ উল্লাহ জানান, পারিবারিক কলহের জেরে তার বোন পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আফরোজার স্বামী বিদেশ থেকে ঠিকমতো টাকা না পাঠানোর কারণে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। তাই অসচ্ছলতার কারণে তার বোন এই পথ বেছে নিয়েছে।

আরও পড়ুন- সন্তানদের হাতে মোবাইল ও ব্যাগ দিয়ে নদীতে ঝাঁপ

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী