X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

চীন থেকে এলো খালি কন্টেইনার!

খুলনা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৩৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪২

চীন থেকে এলো খালি কন্টেইনার! মোংলা বন্দরে চীন থেকে আসা ‘পলেস্টার ফেব্রিক্স’-এর কন্টেইনার খালি পাওয়া গেছে। আমদানিকারক ঢাকার গাজীপুর এলাকার মেসার্স জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড এমন অভিযোগ করেছে। এ ঘটনায় মোংলা থানায় জিডি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জিডি করা হয়েছে। এতে বলা হয়েছে, মোংলা বন্দরে তাদের দুইটি কন্টেইনারে মালামাল এসেছে। সিল করা এসব কন্টেইনারের একটি খোলার পর তাতে কোনও মালামাল পাওয়া যায়নি। বিষয়টি থানায় নথিভুক্ত করা হয়েছে।

আমদানিকারক মেসার্স জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড এর সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার শাহিন রেজা মিজান জানান, ওই চালানে চীন থেকে আমদানিকৃত ৫৬ হাজার ৫৬০ কেজি পলিস্টার ফেব্রিক্স থাকার কথা। এটি দিয়ে গার্মেন্টস পণ্য তৈরি হয়। কিন্তু একটি কন্টেইনার খোলার পর কোনও মালামাল পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে লিখিত দেওয়া হয়েছে। অপর কন্টেইনারটি সিল করা অবস্থাতেই রয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চীন থেকে আমদানিকৃত মালামাল খালাসের জন্য বন্দরে থাকা দুই কন্টেইনার হচ্ছে এমএসকেইউ-৯০৬৮০৯৬-৪০ এবং এমএসকেইউ-৬০৪৭১৭০-৪০। এগুলোর কায়িক পরীক্ষণের জন্য গত ১৩ ফেব্রুয়ারি কাস্টমস বরাবর আবেদন করা হয়। এরপর ১৬ ফেব্রুয়ারি কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের উপস্থিতিতে এমএসকেইউ-৬০৪৭১৭০-৪০ কন্টেইনারটির সিলগালা খুলে দেখা হয়। কিন্তু কন্টেইনারটি পুরোপুরি খালি পাওয়া যায়। এ সময় উপস্থিত সবাই বিষয়টি দেখে হতবাক হন। ফলে অপর কন্টেইনারটি খোলা হয়নি। কিন্তু পণ্য চালানের ওজন নিশ্চিত হওয়ার জন্য কন্টেইনারটি পরিমাপ করা হয়। তাতে নিট ওজন ‘শূন্য’ পাওয়া যায়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?