X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঠাকুরগাঁওয়ে গরু ব্যবসায়ীকে হত্যায় গ্রেফতার ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ মার্চ ২০২০, ০১:০০আপডেট : ০১ মার্চ ২০২০, ০৭:১১

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরু ব্যবসায়ী তৈয়ব আলী হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার হওয়াদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে হত্যার সময় ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জামাদি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাণীশংকৈল থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। এর আগে সকালে হত্যাস্থলের পাশের পুকুর থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

রানীশংকৈল থানার ওসি তদন্ত খায়রুল আলম ডন জানান, তদন্ত কাজ অব্যাহত আছে। নতুন কোনও তথ্য পেলে জানানো হবে। জিজ্ঞাসাবাদ ও আদালতে জবানবন্দি শেষে আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন- জেলার রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের আব্দুল হালিমের ছেলে রবিউল (২৩), একই গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে সাব্বির হোসেন (২০), খলিলুর রহমানের ছেলে সাগর আলী (১৯), মোস্তফা আলমের ছেলে জুয়েল রানা (১৬) ও মতিউর রহমানের ছেলে শাহ নেওয়াজ (১৯)। এদের মধ্যে প্রথম তিন জন হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং বাকি দু’জন হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন বলে জানায় পুলিশ।

পুলিশের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত শনিবার (২২ ফেব্রুয়ারি) নিহত গরু ব্যবসায়ী তৈয়ব পাশের এলাকার কাতিহার ও গোগর বাজারে গরু বিক্রি করেন। তার কাছে গরু বিক্রির নগদ দেড় লাখ টাকা আছে, এমন খবর পেয়ে টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে আসামিরা। ওই দিন রাতে বাড়িতে ফেরার সময় গরু ব্যবসায়ী তৈয়ব আলীর টাকা চায় আসামিরা। টাকা না পেয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে গরু ব্যবসায়ীকে গম ক্ষেতের মাটির নিচে চাপা দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র পাশের পুকুরে ফেলে পালিয়ে যায় আসামিরা।

ব্যবসায়ী তৈয়ব আলীর থেকে হাতিয়ে নেওয়া নগদ সাত হাজার টাকা আসামিরা ভাগ করে নেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি আসামি রবিউল রেখে দেয়। পরের দিন রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে একটি গম ক্ষেতে রক্ত দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। গম ক্ষেতের মাটি সরিয়ে তৈয়ব আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই নিহতের ভাই বাবুল হোসেন বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল