X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স চালু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ মার্চ ২০২০, ১৫:১৯আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৫:৩৭

 

সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিক্যাল বর্ডার রেসপন্স সিস্টেম চালু করেছে বিজিবি। টেকনাফ থেকে বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকা এর আওতায় আসবে। এর ফলে মিয়ানমার থেকে মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে বলে জানিয়েছে বিজিবি। কর্মকর্তারা জানান, কার্যকর প্রমাণিত হলে দেশের সব সীমান্তে এই সিস্টেম চালু করা হবে। 
শুক্রবার বিকালে এই এলাকা পরির্দশন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দলে ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মোহাম্মদ সাহেদ আলী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, কক্সবাজার রিজিয়ন সদর দফতরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন মেজর মোহাম্মদ আসাদ প্রমুখ।

সীমান্তে স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স



এসময় টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘প্রথম দাপে টেকনাফের শাহপরীরদ্বীপ পয়েন্ট থেকে সাবরাং পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা এ প্রকল্পের আওয়ায় এসেছে। এই সব এলাকায় এর সুফলও আসতে শুরু করেছে। দ্রুতগতিতে কাজ চলছে। টেকনাফ থেকে বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্ত পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার সীমান্ত এলাকা এর আওতায় আসবে। এর ফলে মিয়ানমার থেকে মাদক ও রোহিঙ্গা আসা ঠেকানো সম্ভব হবে। পাশাপাশি সীমান্ত সুরক্ষিত হবে। ইতোমধ্যে আমরা সুফল পেয়েছি।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (আনসার ও সীমান্ত) মো. সাহেদ আলী বলেন, ‘সীমান্ত ব্যবস্থাপনায় বিজিবি প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি যদি কার্যকরভাবে চলমান থাকে তাহলে দেশের গোটা সীমান্তে তা সম্প্রসারণ করা হবে। সীমান্তে র্স্মাট ডিজিটাল সার্ভেইল্যান্স স্থাপন ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক। এর দাবিদার শুধু প্রধামন্ত্রীর শেখ হাসিনা। মূলত সরকার প্রধানের নির্দেশে সীমান্তে মাদক চোরাচালান, মানবপাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া এটি সীমান্ত সুরক্ষায় খুব কাজে আসবে। পর্যায়ক্রমে আমরা সব করবো। এখান থেকে সুফল পেলে পুরো বাংলাদেশ এ ধরনের সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় নিয়ে আসবো।’
তিনি বলেন, ‘প্রথমে স্পর্শকাতর সীমান্তগুলোকে এর আওতায় আনা হচ্ছে। এর পাশাপাশি যশোর জেলার পুকখালীতে ১০ কিলোমিটার আমরা সার্ভেইল্যান্স সিস্টেমের আওতায় এনেছি। আমাদের যাতে সিস্টেমে কোনও ধরনের ঘাটতি না থাকে, কোনও দুর্বলতা না থাকে, সেটাকে কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়গুলো আমরা ঠিক করার জন্য মূলত এখানে এসেছি। আমি গিয়ে মন্ত্রণালয়ে রিপোর্ট করবো। সেগুলো নিয়ে পরবর্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
লন্ড‌নের মেয়র প‌দে হ্যাটট্রিক জ‌য়ের প‌থে সা‌দিক খান
থ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
এ সপ্তাহের ছবিথ্রিলার বনাম হরর: প্রেক্ষাগৃহে নতুন দুই সিনেমা
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
অপতথ্য ও অর্ধসত্যের মাঝে মুক্ত গণমাধ্যমের চ্যালেঞ্জ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা