X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ মার্চ ২০২০, ২০:৩৭আপডেট : ১৮ মার্চ ২০২০, ২১:২২

র‍্যাবের প্রেস ব্রিফিং মুন্সীগঞ্জে পদ্মা সেতু প্রকল্পের চুরি যাওয়া বিপুল পরিমাণ যন্ত্রাংশসহ তিন জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সদস্যরা। এসব মালামালের মধ্যে রয়েছে লোহার রড, পদ্মা সেতুর স্প্যান বার, প্লেট, পাইপ, অ্যাঙ্গেল, ইউ চ্যানেল, সেপ ও লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ, যেগুলোর ওজন আনুমানিক ৩০ মণ। সেতু কর্তৃপক্ষের ছয় জন কর্মচারী এর সঙ্গে জড়িত বলেও র‍্যাব জানিয়েছে।

চোর চক্রের তিন সদস্য হলো, পদ্মা সেতুর পাইলিং কাজে সংশ্লিষ্ট এডওয়ার্ড সাহা (৪২), ভাঙারি দোকানের কর্মচারী শেখ হারুন (৩৮) ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে শুভ (২৮)।

মঙ্গলবার রাত ১১টা থেকে লৌহজং থানাধীন মাওয়া ঘাট ও কুমারভোগ এলাকার বিভিন্ন স্থান এবং ভাঙারির দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া এসব মালামাল উদ্ধার করা হয়। মনিব আয়রন স্টোর ও আরিফের ভাঙারির দোকান থেকে এসব চুরি যাওয়া মালামাল উদ্ধার করে র‍্যাব-১১।

চুরির দায়ে আটক তিন ব্যক্তি বুধবার (১৮ মার্চ) দুপুরে শ্রীনগর ভাগ্যকূল ক্যাম্পের র‍্যাব-১১, সিপিসি-১-এর কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, ‘চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের কাজ ব্যাহত করার উদ্দেশে চুরি করছিল। পদ্মা সেতু কর্তৃপক্ষের ছয় জন কর্মচারী এর সঙ্গে জড়িত। পদ্মা সেতু প্রকল্পে ব্যবহৃত লোহার রোড, সেতুর স্প্যান বার, প্লেট, পাইপ, ইউ চ্যানেল, অ্যাঙ্গেল, সেপ ও লোহার অন্যান্য ক্ষুদ্রাংশ চুরি করে ভাঙারি ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে পাচার করে আসছিল। এরা মালামালগুলো ছোট ছোট টুকরো করে। এরপর গুদামে সংরক্ষণ এবং রাতের আঁধারে ট্রাকে মালামাল পাচার করে থাকে।’

তিনি জানান, এ ঘটনায় আটক তিন জনের বিরুদ্ধে লৌহজং থানায় পেনাল কোড আইনে চুরির মামলা রুজু প্রক্রিয়াধীন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?