X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে সর্দি-জ্বরের রোগীর বাড়ি লকডাউন, নমুনা পাঠানো হয়েছে ঢাকায়

মেহেরপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২৩:১৯আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২৩:২৯

লকডাউন শ্বাসকষ্ট ও সর্দি-জ্বর নিয়ে মেহেরপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে।  বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন এ ঘোষণা দেন।  এ ঘটনায় কাউকে আতঙ্কিত বা গুজব না ছাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। পরীক্ষার জন্য ইতোমধ্যে ওই রোগীর নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

সিভিল সার্জন জানান, জেলার গাংনীর ধানখোলা ইউনিয়নের গাড়াডোব এলাকায় ওই রোগীর বাড়ির পাশের ১০টি বাড়ি প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি কোনও রোগে আক্রান্ত কিনা।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, ‘ওই পরিবারের লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তাদের ভোগ্যপণ্যসহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হবে।  আইইডিসিআরে পাঠানো নমুনার প্রতিবেদন দু-একদিনের মধ্যে চলে আসবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ওই রোগীর ছেলে জানান, বর্তমানের তার বাবা কিছুটা সুস্থ আছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে মধ্যবয়সী ওই পুরুষ রোগী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করে বলে অভিযোগ পরিবারের। তারা জানান, অনেক চেষ্টা-তদবির করার পর তাকে ভর্তি করে কর্তৃপক্ষ। ভর্তির পর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রিয়াজুল আলম চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসেনি। পরে সিভিল সার্জনের নির্দেশে রাত সাড়ে ১২টায় চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর অন্য রোগীরা হাসপাতাল ছেড়ে যাচ্ছে বলে জানান কয়েকজন অন্য রোগীর স্বজন।  

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ