X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নারায়ণগঞ্জে ৮ জনের মৃত্যু, করোনা শনাক্তে ল্যাব স্থাপনের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ২৩:৩৫আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২৩:৪১




লকডাউনের তৃতীয় দিনে নগরীর সড়কগুলো ফাঁকা দেখা যায় রাজধানী ঢাকার বাইরে করোনার অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে নারায়ণগঞ্জ। এ অবস্থায় সেখান থেকে অন্য জায়গায় যাওয়া এবং প্রবেশ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ৮ জনের। এ অবস্থায় জেলায় করোনা ল্যাব স্থাপন এবং বেশি বেশি পরীক্ষা নিশ্চিতে পর্যাপ্ত কিট দেওয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

নারায়ণগঞ্জে তৃতীয় দিনের লকডাউনে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি তৎপরতা লক্ষ করা গেছে। চেকপোস্ট বসিয়ে নারায়ণগঞ্জে নতুন লোকের প্রবেশ ও কেউ যাতে বেরিয়ে অন্য জেলায় না যেতে পারে সে জন্য কাজ করছেন পুলিশ সদস্যরা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে তাকে সতর্ক করে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউনের তৃতীয় দিনে নারায়ণগঞ্জ নগরী ও অলিগলিতে লোক সমাগম ছিল খুবই কম। রাস্তা ছিল পুরো ফাঁকা।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে অন্য একটি জেলায় যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৩০-৪০ জনকে বহন করা একটি ট্রাক আটক করে। অপরদিকে মুন্সীগঞ্জ থেকে একটি কাভার্ডভ্যানে কিছু লোক নারায়ণগঞ্জে আসার সময় ফতুল্লা থানা পুলিশ আটক করে। মুন্সীগঞ্জে থেকে আসা লোকজনকে মুন্সীগঞ্জে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং নারায়ণগঞ্জ থেকে অন্য জেলায় যাওয়া লোকজনকে সতর্ক করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

 পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জ থেকে কোনও লোক বের হয়ে অন্য জেলায় যাতে যেতে না পারে, সে জন্য কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে পুলিশের পাশাপাশি করোনার ভয়াবহ বিস্তাররোধে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রাস্তায় টহল দিচ্ছেন। র‌্যাব-১১ এর আদমজী কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দীন জানান, শুক্রবার জুমার নামাজের দিন মসজিদে যাতে অতিরিক্ত লোকসমাগম না হয় সেজন্য নগরীর প্রতিটি মসজিদে গিয়ে গিয়ে মুসল্লিদের সতর্ক করা হয়েছে এবং শবে বরাতের রাতে যেসব মসজিদে নামাজ আদায়ের জন্য অতিরিক্ত লোক জড়ো হয়েছিল তাদের বুঝিয়ে মসজিদ থেকে বের করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

 এদিকে গত ৮ মার্চ থেকে নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন নারায়ণগঞ্জে করোনাভাইরাসের ভয়াবহতার কারণে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে করোনা ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর মৌখিকভাবে টেলিফোন করে এবং চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, আগামী ২/৩ দিনের মধ্যেই খানপুর ৩০০ শয্যা হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হবে। করোনায় আক্রান্ত রোগীদের স্যাম্পল নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে। খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণা করায় সাধারণ রোগীদের নগরীর নিতাইগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়ায়) চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।

 এদিকে খানপুর হাসপাতালে করোনা রোগীদের পরীক্ষার জন্য ল্যাব স্থাপন ও কিট দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জে করোনা রোগীর পরীক্ষাগার স্থাপনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরে চিঠি পাঠিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

একই দাবিতে বিবৃতি দেওয়ার পাশাপাশি প্রেস কনফারেন্স করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল