X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘ডাকাত পড়ছে’ বলে মসজিদের মাইকের ঘোষণা ছিল গুজব

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০২০, ১৯:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৩:২১

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ জেলাজুড়ে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বিভিন্ন মসজিদের মাইকে 'ডাকাত পড়ছে' বলে এলাকাবাসীকে সতর্ক  করে যে ঘোষণা দেওয়া হয় তাকে গুজব বলে অভিহিত করেছে পুলিশ। 

পুলিশ বলছে, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে এমন গুজবের শুরু বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুন্সীগঞ্জ সদরের গণকপাড়ার বাসিন্দা জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আনিসুর রহমান মামুন জানান, রাত একটার দিকে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত ঢুকেছে। সবাই যেন সতর্ক থাকি। পরে নিশ্চিত হই যে এটা গুজব ছিল।

সিরাজদিখানের ইছাপুরার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানভিয়া বলেন, রাত সাড়ে বারোটার দিকে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে ডাকাত ঢুকেছে। আমরা ভয়ে সারারাত আতঙ্কিত অবস্থায় থাকি।

রাত বারোটা থেকে দুইটা পর্যন্ত লৌহজং, শ্রীনগর, সিরাজদিখান, টংগিবাড়ী ও মুন্সীগঞ্জ সদর থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডাকাতের খবর মসজিদের মাইকে ঘোষণা দিতে শুনেছেন। অনেকে সেটা বিশ্বাস করে আতঙ্কিত হয়ে মধ্যরাতে স্বজনদের ফোন দিয়ে সতর্ক করেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পোস্ট দেন।

মুন্সীগঞ্জ পুলিশের একাধিক টিম এমন গুজবের উৎস খোঁজার চেষ্টা করছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, ডাকাত পড়েছে এমন ঘোষণা জেলার বিভিন্ন মসজিদ থেকে দেওয়া হয়েছে। তবে, আমরা যতটুকু খবর পেয়েছি কোথাও কোনও ডাকাতির ঘটনা ঘটেনি।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান জানান, এটি পুরোপুরি একটি গুজব। যারা মসজিদের মাইকে ঘোষণা করেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি গুজবের উৎস কোথায়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি যে লৌহজং ও শ্রীনগর এলাকায় কিছু বিল আছে। সেখানে অনেকে রাতের বেলায় টর্চের আলো ফেলে মাছ ধরে। গ্রামের কেউ সেই আলো দেখে ডাকাত সন্দেহে কোনও মসজিদের মাইকে এলাকার সকলকে সাবধান হতে ঘোষণা দেয়। তারপরে পার্শ্ববর্তী মসজিদেও ঘোষণা আসে। এভাবে একটি মসজিদ থেকে পুরো জেলার বিভিন্ন মসজিদে মাইকিং হয়।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে অধিকতর তদন্ত করবো। তবে, অনেকেই যেহেতু মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে তাই সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। আমরা তাদেরকে গুজবের ব্যাপারে সচেতন হতে পরামর্শ দিচ্ছি। পাশাপাশি গুজবের উৎস নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। সুনির্দিষ্ট কাউকে পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
দলীয় প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!