X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই করোনা রোগী

বরগুনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৭:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৯:১০

বরগুনা

বরগুনা সদর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই করোনা রোগী। তারা হলেন মো. হিরণ খান (৩৫) ও মো. সেলিম মিয়া (৬২)। এরমধ্যে হিরণ খানের বাড়ি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে ও মো. সেলিম খানের বাড়ি ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের খাগবুনিয়া গ্রামে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে বরগুনার জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিজস্ব পরিবহনে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. সেলিম মিয়া তাবলিগ থেকে ফিরে ও মো. হিরণ খান নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ফিরে বরগুনার সদর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। এরপর তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১১ এপ্রিল করোনা শনাক্ত হয়। সুস্থ হওয়া দুজনেরই যথাক্রমে ১৯ এবং ২৩ এপ্রিল দুবার নমুনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ এসেছে। এরপর দুজনকেই ফুল দিয়ে বরণ করে নেন বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট এবং করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা. কামরুল আজাদ এবং সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট সুভাষ দত্তসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।

বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন বলেন, 'আমরা চেষ্টা করেছি সাধ্যমতো সেবা দেওয়ার। করোনার কোনও নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি।

প্রসঙ্গত, ৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে জেলায় মোট ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা