X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আম্পান: ভোলার চরবাসীদের ২৪ ঘণ্টার মধ্যে নেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে

ভোলা প্রতিনিধি
১৮ মে ২০২০, ২২:২৮আপডেট : ১৮ মে ২০২০, ২২:৩৪

ভোলায় সতর্কতা মাইকিং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান ক্রমশই উপকূলের দিকে এগিয়ে আসছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় ঘূর্ণিঝড় মোকাবিলার অংশ হিসেবে চর এলাকা থেকে ২৪ ঘণ্টার ভেতরে সবাইকে সরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এ বিষয়ে প্রস্তুতি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট দফতরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেওয়ার পাশাপাশি এক হাজার ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুুত রাখার কথা বলা হয়। এছাড়া সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়।

অপর দিকে সিপিপি ও রেডক্রিসেন্টের ১০ হাজার ২০০ স্বেচ্ছাসেবী প্রস্তুুত রাখা হয়েছে। এছাড়া প্রস্তুত রয়েছে ১০০টি মেডিক্যাল টিম। ঝুঁকিপূর্ণ বিচ্ছিন্ন চরগুলো থেকে নিরাপদ আশ্র‌য়ে মানুষকে দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত হয়।

সভায় করোনার সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টারগুলোকেও নির্দেশনা দেওয়া হয়।

এসময় অন্যান্যদের মধ্যে রেডক্রিসেন্ট, সিপিপি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শহরে সতর্কতা মাইকিং করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিছিন্ন চরের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস