X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

খাল ভরাট, শ্রীপুরের নগর হাওলা গ্রামে পানিবন্দি এক হাজার পরিবার

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৭ জুন ২০২০, ১৭:০৩আপডেট : ১৭ জুন ২০২০, ১৭:০৯

 স্থানীয় সরকারি খাল ভরাট করে ফেলায় গত কয়েকদিনের বৃষ্টিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। স্থানীয়রা জানান, এলাকায় নাসির গ্লাস কারখানার উত্তর পাশের সরকারি খালের মুখ বন্ধ করে দেওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল দিয়ে পানি নামতে না পারায় সামান্য বৃষ্টিতেই স্থানীয়দের বাড়ি-ঘরে পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে জমিতে ফসল ফলানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পানিবন্দি অবস্থা থেকে রক্ষায় স্থানীয়রা ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, গাজীপুর ইউনিয়নের নগরহাওলা, বড়চালা, মইজাবাইদ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দি জীবন যাপন করছে। স্থানীয় গুলশান স্পিনিং মিল, ডাচ-বাংলা কারখানা, নাসির গ্লাসসহ আশপাশের অনেক শিল্প কারখানার পানি নিচু জমিতে নামতে না পারায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বড়চালা এলাকার আব্দুল জব্বার জানান, নাসির গ্লাসের কারখানার উত্তর পাশ দিয়ে একটি সরকারি খাল ছিল। কারখানা হওয়ার পর স্থানীয় প্রভাশালীরা কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে খালের মুখ বন্ধ করে দিয়েছে। এরপর থেকে প্রতি বর্ষায় ওই গ্রামের মানুষ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ে। গ্রামের জমিতে এক সময় তিন ফসল হতো। এখন কোনও ফসল হয় না। পানি অপসারণের কোনও ব্যবস্থা না থাকায় এখন সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তাঘাট ও বাড়ির উঠানে পানি জমে দুর্ভোগের মধ্যে রয়েছে ওই গ্রামের এক হাজার পরিবার।

 পানিবন্দি রিয়াজ উদ্দিন বলেন, এখানকার পানি সরকারি খাল দিয়ে নদীতে গিয়ে পড়তো। জৈনা বাজার-বাশঁবাড়ি সংযোগ সড়কের ব্রিজ ভরাট করায় পানি জমে প্রতি বছর বর্ষা মৌসুমে গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। প্রায় ১০ বছর আগে জলাবদ্ধতা ছিল না, পানি নেমে যেতো পাথার এলাকায়।

গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল আজিজ বলেন, চারপাশে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় গ্রামের নিচু জমি ভরাট হয়ে গেছে। এতে বর্ষার সময় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন, বর্ষা কমে গেলে ওই গ্রামে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা