X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মোহাম্মদ নাসিমকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে রাবি শিক্ষক গ্রেফতার

রাবি প্রতিনিধি
১৮ জুন ২০২০, ১০:৩৫আপডেট : ১৮ জুন ২০২০, ১১:০০

কাজী জাহিদুর রহমান ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট  দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করেন এই আইনজীবী। বুধবার (১৭ জুন) দিবাগত ২টার দিকে তাকে গ্রফতার করা হয়। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ডিউটি অফিসার অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

এর আগে একই অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গ্রেফতার করা হয়।

এএসআই আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, মো. নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তির মন্তব্য করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুর রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর থেকে কাজী জাহিদুর তার ফেসবুক নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্যখাত নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। ওই পোস্টগুলো প্রথমে সেভাবে সামনে না আসলেও মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর এ নিয়ে সমালোচনা হয়। বেরোবির এক শিক্ষককে একই ধরনের অভিযোগে গ্রেফতারের পর কাজী জাহিদুর রহমানের স্ট্যাটাসগুলো সামনে আসে। তার শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও  আওয়ামীপন্থী শিক্ষকরা। বহিষ্কার করা হয় দলীয় পদ থেকে। কাজী জাহিদ নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও  গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই শিক্ষককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের আগে রাতেই পুলিশ  আমাকে ফোন করেছিল, কিন্তু আমি ঘুমিয়েছিলাম।  সকালে আমি ফোন করলে গ্রেফতারের বিষয়টি আমাকে জানায়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে পারেন তরুণরা’
‘পরিবেশ সচেতনতায় ভূমিকা রাখতে পারেন তরুণরা’
নরেন্দ্র মোদি: জনপ্রিয় কিন্তু নিরপেক্ষ নন
নরেন্দ্র মোদি: জনপ্রিয় কিন্তু নিরপেক্ষ নন
এআই-এর বিরূপ প্রভাব সামলাতে আইন করতে যাচ্ছে সরকার
এআই-এর বিরূপ প্রভাব সামলাতে আইন করতে যাচ্ছে সরকার
বিনিময়ের মাধ্যমে বাঙালি সংস্কৃতি আরও ঋদ্ধ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিনিময়ের মাধ্যমে বাঙালি সংস্কৃতি আরও ঋদ্ধ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি