X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বিশ্ব বাবা দিবসে যশোরে ৫ শ্রমজীবী বাবাকে সম্মাননা

যশোর প্রতিনিধি
২১ জুন ২০২০, ২৩:১১আপডেট : ২১ জুন ২০২০, ২৩:২৪

বাবা দিবসে যশোরে পাঁচ শ্রমজীবী বাবাকে সম্মাননা

‘আজি শুভ দিনে পিতার ভুবনে অমৃত সদনে চলো যাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে সংক্ষিপ্ত পরিসরে পালিত হয়েছে বিশ্ব বাবা দিবস। দিবসটি উপলক্ষে উদযাপন পর্ষদের আয়োজনে আজ রবিবার বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজন করা হয় সম্মাননা অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শ্রমজীবী ৫ বাবাকে সম্মাননা জানানো হয়। যারা স্বল্প আয়ের মধ্য দিয়ে তাদের একাধিক সন্তানকে শিক্ষিত করে তুলেছেন। তাদের সন্তানদের কেউ চিকিৎসক, শিক্ষকসহ নানা পেশায় অধিষ্ঠিত হয়েছেন।

এ বছর সম্মাননাপ্রাপ্ত বাবারা হলেন, যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঝালমুড়ি বিক্রেতা স্বপন শেখ, বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার স্বর্ণ কারিগর বিষ্ণু দাস, বেজপাড়া বনানী রোডের ফলবিক্রেতা অজিত কুমার পালন, রেলগেট পশ্চিমপাড়ার সফিকুল ভুইঁয়া এবং সদর উপজেলার দাইতলা গ্রামের নছিমন চালক কবির হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি রেশমা শারমিন বলেন, বাবা-মাকে স্মরণ কোনও  দিবসে করার বিষয় নয়। তাদের প্রতি সারাবছরই খেয়াল রাখতে হবে। অবশ্য, মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেকে বাবা-মার কুশল জিজ্ঞেস করাটাই ভুলে গেছেন। এ করোনাকালে সে অবক্ষয় যে আরও গভীর হয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আমরা দেখছি, করোনা আক্রান্তের কারণে সন্তানরা বাবা-মাকে রাস্তায়-বাগানে ফেলে যাচ্ছে। অথচ, এ সময় তাদের নিবিড় পরিচর্যার দরকার ছিল। এমন অবস্থা যদি সন্তানের হতো তবে কোনও বাবা-মাকে তাকে ফেলে দিতো না। সন্তানদেরও সেই অনুভূতি থাকতে হবে। এমন সময়ে বাবা দিবস পালন ও বাবার অবদান সন্তানদের স্মরণ করিয়ে দেওয়া একটি ভালো উদ্যোগ। এমন অনুষ্ঠানে বাবাদের সম্মাননা জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত বাবারা জানান, বিনাস্বার্থে সন্তানদের লালন-পালন করেছেন। বাবা হিসেবে এমন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছেন। একইসঙ্গে সকল বাবা-মাকে তাদের সন্তানকে শিক্ষিত করে তুলতে আহ্বান জানান তারা।

আয়োজক কমিটির সদস্য সচিব প্রণব কুমার দাস বলেন, করোনাকালে বিধিনিষেধ থাকলেও সন্তানদের প্রতি পিতা-মাতার যে অবদান তা স্মরণ করিয়ে দিতে ছোট পরিসরে এ সম্মাননার আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা সন্তানরা পিতা-মাতাকে আমৃত্যু আগলে রাখবে; যেমন বাবা-মা শিশুকালে আমাদের আগলে রেখেছেন। তারা সন্তানের জন্য ভালোবাসার এক একটি ব্যাংক ছিলেন। যেখানে সুদবিহীন নিখাদ ভালোবাসা পেয়েছেন সন্তানরা।

আয়োজক কমিটির আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার রেশমা শারমীন।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, সাংস্কৃতিক নেতা অধ্যাপক সুকুমার দাস, দীপংকর দাস রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রত্যেক বাবাকে একটি করে সনদ, পাঞ্জাবি ও নগদ অর্থ দেওয়া হয়। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল