X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

লকডাউনে উত্তর কাট্টলি ওয়ার্ডে করোনা আক্রান্তের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২০, ১৬:৪৯আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:৪৯

লকডাউনে উত্তর কাট্টলি ওয়ার্ডে করোনা আক্রান্তের হার কমেছে

লকডাউন ঘোষণা করায় চট্টগ্রাম নগরীর ১০নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে করোনা সংক্রমণ কমেছে। লকডাউনের আগে ওই ওয়ার্ডে আক্রান্তের হার ছিল প্রতি লাখে ১৪৫ জন। সেখানে গত ১৪ দিনে এই আক্রান্তের হার নেমে এসেছে ৫৯ দশমিক ১ জনে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এই তথ্য জানিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'উত্তর কাট্টলি ওয়ার্ড লকডাউন করায় ওই এলাকায় সফলতা এসেছে। লকডাউন ঘোষণার পর এই ১৪ দিনে সেখানে আক্রান্তের হার গড়ে অর্ধেকের বেশি কমে এসেছে। লকডাউনের আগে সেখানে আক্রান্তের হার ছিল ১৪৫ শতাংশ, এখন সেখানে আক্রান্তের হার ৫৯ দশমিক ১ শতাংশ।'

৬ দশমিক ২২ বর্গ কিলোমিটারের এই ওয়ার্ডটিতে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে ৬ হাজার ৭০০ জন মানুষের বাস। এর আগে আক্রান্তের সংখ্যা বিবেচনা করে উত্তর কাট্টলি ওয়ার্ডকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরপর ওয়ার্ডটি লকডাউন করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী গত ১৬ জুন থেকে পরবর্তী ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। ওই দিন মধ্য রাত থেকে লকডাউন কার্যকর শুরু হয়।

লকডাউনে উত্তর কাট্টলি ওয়ার্ডে করোনা আক্রান্তের হার কমেছে

উত্তর কাট্টলি ওয়ার্ডে লকডাউন কাজে এসেছে জানিয়ে সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, 'উত্তর কাট্টলি লকডাউন এলাকা থেকে গত ১৩ দিনে ১৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৩ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই ওয়ার্ডে মোট আক্রান্ত হয়েছেন ১১৯জন। সর্বশেষ গত দুই দিনে আক্রান্ত হয়েছে ২ জন।'

তিনি আরও বলেন, 'রেড জোন থেকে উত্তর কাট্টলি ওয়ার্ড এখন ইয়োলো জোনে নেমে এসেছে। ২১ দিন পর সেখান থেকে লকডাউন তুলে নেওয়া যাবে। লকডাউন যেহেতু কাজে আসছে। তাই যেসব এলাকায় আক্রান্তের হার বেশি সেগুলোকে আমরা লকডাউন করে সংক্রমণ নিয়ন্ত্রণ করা পক্ষে। নতুন কোনও ওয়ার্ড লকডাউন করা হবে কিনা সেই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেবো।'



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়