X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা’ নোটিশ দেওয়া সেক্রেটারিকে অব্যাহতি

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৬:৩৭আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৭:৫৯

টাঙ্গাইলের এক মসজিদে টানানো বিতর্কিত সেই নোটিশ টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা, অন্য কেউ বসতে পারবেন না- এ সংক্রান্ত একটি ‘জরুরি নোটিশ’ লাগানোর ঘটনায় শনিবার (৪ জুলাই) অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনে একটি সংবাদ প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের পর রবিবার (৫ জুলাই) দুপুরে মসজিদ কমিটি জরুরি সভায় বসে। সভায় কমিটির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না এ তথ্য নিশ্চিত করেছেন।

মসজিদ কমিটির সভাপতি ইউএনও শামছুন নাহার স্বপ্না বলেন, ‘কাউকে না জানিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নোটিশটি দিয়েছিলেন। পরে জানতে পেরে সেটি উঠিয়ে ফেলা হয়। এ ঘটনায় জরুরি সভা ডেকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আল আমিনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই পদে নতুন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর মসজিদের ইমামকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে এ ধরনের কোনও ঘটনা ঘটলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা, অন্য কেউ বসতে পারবেন না- সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি নোটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মসজিদে প্রবেশের দরজাসহ মসজিদের বিভিন্ন জায়গায় টানিয়ে দেয় মসজিদ কমিটি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় সমালোচনা সৃষ্টি হলে ওই নোটিশ তুলে নেওয়া হয়।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীথাইল্যান্ড সফর একটি মাইলফলক হয়ে থাকবে
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
‘গরমে অসুস্থ’ হয়ে মারা যাওয়া সেই শ্রমিকের পরিবারের পাশে জেলা প্রশাসন
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ওমরাহ করতে স্ত্রীসহ সৌদি আরব যাচ্ছেন মির্জা ফখরুল
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি