X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু, নিখোঁজ তিন জন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ জুলাই ২০২০, ২০:২১আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:৩৫

গাজীপুরের তুরাগ নদীতে তীব্র স্রোত দেশের বিভিন্ন জায়গায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সাত জেলায় এসব প্রাণহানি ঘটে। এছাড়া মানিকগঞ্জ, গাজীপুর ও মুন্সীগঞ্জে পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন তিন জন। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে  মো. হানিফ (৮)  নামের এক শিশু মারা গেছে। হানিফ জেলা সদরের গড়পাড়া ইউনিয়নের বাজেয়াপ্ত ভাটরা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

পাটুরিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে পশ্চিম চরতিল্লী গ্রামে শাখা নদীর কালভার্টের নিচে  হানিফ বন্যার পানিতে ডুবে যায়। খবর পেয়ে পাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় চার ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে নৌকাডুবিতে সিরাজ (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ব্যবসায়ী সিরাজ সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের কাকরাইত গ্রামের বারেক মিয়ার ছেলে।

সোমবার দুপুর ১টার দিকে সিরাজসহ চার ব্যবসায়ী ছাগল নিয়ে সাটুরিয়া উপজেলার আকাশীর বিলে নৌকায় পার হওয়ার সময় তীব্র বাতাসের কারণে ঢেউয়ে নৌকা উল্টে যায়। এতে তিন যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও সিরাজ তীরে উঠতে পারেননি। ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও  ব্যবসায়ী সিরাজের কোনও খোঁজ পাননি।

পাটুরিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সবজেল হোসেন শিশুর লাশ উদ্ধার ও ব্যবসায়ী নিখোঁজের তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের নাগরপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শ্রাবণী (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাঠুরীতে অবস্থিত দিঘীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবণী উপজেলার সদর ইউনিয়নের কাঠুরী গ্রামের হোসেন আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে শ্রাবণী তার সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। সঙ্গীরা তাকে না পেয়ে বাড়ির লোকজন ও আশপাশের মানুষকে বিষয়টি জানায়। এরপর স্থানীয়রা ওই দিঘীর পানিতে শ্রাবণীকে খুঁজতে থাকে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে জমিলা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার পূর্ণবর্তী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমিলা উপজেলার পূর্ণবর্তী গ্রামের আহাদ শেখের কন্যা।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, শিশু জমিলা বাড়ির সামনের খালপাড়ে খেলছিল। এসময় বাড়ির লোকজন তাকে না পেয়ে চারিদিকে খোঁজাখুজির পরে খাল থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে জমিলা খেলতে গিয়ে পা পিছলে খালে পড়ে যায়।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে সঞ্জীত রায় (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোচাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সঞ্জীতের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে। সে ওই গ্রামের পানিয়া মোহনের ছেলে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার পুকুরে পড়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তার মৃতদেহ পাওয়া যায়। তবে অপর কিশোরের সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধারকৃত কিশোরের নাম দুর্জয় নাথ মোহন্ত (১৪)। সে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ইছামত তাজপুর গ্রামের রবীন্দ্র নাথ মোহন্তের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকায় স্বপরিবারে বাস করেন রবীন্দ্র নাথ।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে নিখোঁজ হয় দুর্জয় (১৪) ও শাকিব (১৩)। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে খোঁজ করতে থাকেন। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে ইসলামপুর ইটভাটা এলাকায় নদীতে দুর্জয়ের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে দুর্জয়ের লাশ উদ্ধার করে।

নিখোঁজ শাকিব হোসেনের (১৩) সন্ধান পাওয়া যায়নি। সে জামালপুরের বকশীগঞ্জ থানার খামারগেদরা গ্রামের আবু সাঈদের ছেলে। আবু সাঈদ স্বপরিবারে গাজীপুরের নাওজোর এলাকায় বাস করেন। দুর্জয় ও শাকিব দু’জনই গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় পাথরপাড়া এলাকার  প্রগতি মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

মুন্সীগঞ্জের গজারিয়ার ইসমানিরচরে মেঘনা নদীতে মালবাহী ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মেঘনা নদীর ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হান্নান মিয়া এ খবর নিশ্চিত করেন।

নিখোঁজ শ্রমিকের নাম জান শরিফ (৫০)।  তিনি নারায়ণগঞ্জের কলাগাছিয়ার মৃত নান্নু মিয়ার ছেলে। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হান্নান মিয়া এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, মালবাহী ট্রলারটি ঝড়-বৃষ্টির সময় নদীর ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারের মালিক দুখু মিয়া (৪৫) সহ আরও চার শ্রমিক ট্রলারে ছিলেন। জান শরীফ বাদে অন্যরা সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হয়।

শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে পড়ে রাব্বী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে পৌর শহরের তাঁতিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বী ওই এলাকার আরিফ মিয়ার ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন এ তথ্য জানান।

শিশুটির স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আশপাশের শিশুদের সঙ্গে রাব্বী বাড়ির পাশে খেলতে যায়। এ সময় সবার অজান্তে সে পাশের একটি ডোবার পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় লঘাটা নদীতে নিখোঁজের একদিন পর এক কিশোরীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। ফাহমিদা (১২) কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে। সে উপজেলার  কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে। রবিবার দুপুরে  লঘাটা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে আজ সোমবার সকালে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!